ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

প্রতিবাদী রাতান রাজপুত

প্রকাশিত: ০৬:২৭, ১৯ মার্চ ২০১৬

প্রতিবাদী রাতান রাজপুত

সংস্কৃতি ডেস্ক ॥ ভারতে নারীর নিরাপত্তাহীনতা বিষয়টি আবার আলোয় নিয়ে এসেছেন ‘আগলে জানাম মোহে বিটিয়া হি কিজো’ টিভি সিরিজ দিয়ে জনপ্রিয়তা পাওয়া ভারতীয় টিভি অভিনেত্রী রাতান রাজপুত। সম্প্রতি একটি টিভি সিরিয়ালের শূটিং করার সময় সেটেই যৌন হয়রানির শিকার হন এই অভিনেত্রী। তবে যৌন হয়রানির শিকার হয়ে আরও অনেক নারীর মতো চুপ থাকেননি তিনি। এর তীব্র প্রতিবাদ করেছেন তিনি। শুধু তাই নয়, এর বিচার চেয়ে সিরিয়ালে অভিনয় না করার হুমকি দেন তিনি। জানা যায়, ‘জয় সান্তোশি মা’ সিরিয়ালটির শূটিং চলাকালীন লাইটম্যান তাকে হয়রানি করেন। তিনি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির বিরুদ্ধে নির্মাতাদের কাছে অভিযোগ করেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। তবে সে সময় রাতানের অভিযোগ কানে তোলেননি নির্মাতারা। তাই কাজ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেন ২৮ বছর বয়সী এই তারকা। ভারতীয় একটি গণমাধ্যম জানায়, শেষমেশ টিভি সিরিজটি প্রচারকারী এ্যান্ড টিভি কর্তৃপক্ষ সেই লাইটম্যানকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। এর পরই তিনি আবার শূটিংয়ে ফিরে আসেন। অবশ্য নির্মাতা এবং রাতান- কারও কাছ থেকেই এ বিষয়ে কোন প্রকার মন্তব্য পাওয়া যায়নি। এ অবস্থায় অনেকেই মনে করছেন, নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য এ ধরনের আত্মপ্রচারের আশ্রয় নেন কোন কোন শিল্পী। তারই ধারাবাহিকতায় এ ধরনের নাটক করা হয়ে থাকতে পারে। তবে ভারতের মতো তথাকথিত বৃহৎ গণতান্ত্রিক দেশে সাম্প্রতিক সময়ে যৌন হয়রানির বিষয়টি অহরহই ঘটছে। সেক্ষেত্রে এ ধরনের ঘটনা অমূলক নয়। প্রসঙ্গত, ভারতীয় এ্যান্ড টিভির ‘জয় সান্তোশি মা’ ধারাবাহিকের প্রথমপর্ব প্রচার করা হয় গত বছরের ৩০ নবেম্বর। এখন পর্যন্ত সিরিজটির ৬৬টি পর্ব প্রচার হয়েছে। এছাড়া কালারস টিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সিজন-৭ এর প্রতিযোগী ছিলেন রাতান রাজপুত।
×