ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রাইসিনা সংলাপে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী দিল্লী যাচ্ছেন

প্রকাশিত: ০৮:৫২, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

রাইসিনা সংলাপে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী দিল্লী যাচ্ছেন

কূটনৈতিক রিপোর্টার ॥ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী পহেলা মার্চ দিল্লী যাচ্ছেন। সেখানে তিনি ‘রাইসিনা সংলাপে’ যোগ দেবেন। দিল্লী সফরের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে আবুল হাসান মাহমুদ আলীর দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। বৈঠকের বিষয়ে প্রস্তুতি চলছে। এদিকে অভিবাসন বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্র সচিব বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। আগামী ১-৩ মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দিল্লীভিত্তিক সংস্থা অবজারভার রিসার্চ ফাউন্ডেশন যৌথভাবে রাইসিনা সংলাপের আয়োজন করেছে। দিল্লীর রাইসিনা ভবনে এই সংলাপ শুরু হবে। সংলাপের উদ্বোধন করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এ ছাড়া সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা, জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়াসুমাসা নাগামি। এ ছাড়া সংলাপে চীন, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা যোগ দেবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও সংলাপে দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, বিদ্যুতমন্ত্রী পীযূষ গয়াল, ভারতের পররাষ্ট্র সচিব ড. এস জয়শঙ্কর, সাবেক কূটনীতিক ও লেখক শশী থারুর প্রমুখ অংশ নেবেন। সিঙ্গাপুরের সাংগ্রিলা সংলাপের আদলে রাইসিনা সংলাপের আয়োজন করা হয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আন্তঃযোগাযোগ, জঙ্গী ও সন্ত্রাসবাদ দমন, তথ্য ও প্রযুক্তির বিকাশ, পানি, বিদ্যুত ও জ্বালানি, সহযোগিতা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে।
×