ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ মে ২০২৪, ৩১ চৈত্র ১৪৩১

সংসদে আলোচনা

শহীদদের প্রতি বেগম জিয়ার বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ নেই

প্রকাশিত: ০৮:০৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

শহীদদের প্রতি বেগম জিয়ার বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ নেই

সংসদ রিপোর্টার ॥ বায়ান্ন থেকে মুক্তিযুদ্ধ দেশের চেতনা ও স্বাধীনতার কোন পর্যায়ের প্রতি বেগম জিয়ার কোন শ্রদ্ধাবোধ নেই। তিনি মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক করেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আপত্তি জানান এবং একুশের শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ না দেখিয়ে শহীদ মিনারে বিশৃঙ্খলা করেন। সোমবার জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা এমন ক্ষোভ প্রকাশ করেন। তারা ১/১১ এর ঘটনায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামেরও সমালোচনা করেন। আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালেক স্বপন, আলতাফ আলী ও লায়লা আরজুমান এবং বিরোধীদলীয় চীফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, বিএনএফ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আওয়াল। ডেইলি স্টার সম্পাদকের সমালোচনা করে বলেন, আজ মন্ত্রী-এমপিদের দুদকের মুখোমুখিহতে হয়। আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়। অথচ ভুল স্বীকার করে মাহফুজ আনাম পার পেয়ে যাবেন, তা হয় না। যারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত তাদের বিচারের মুখোমুখি হতে হবে। স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জানিয়ে তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আওয়াল বলেন, আপমর জনগণের দাবি জামায়াত-শিবির নিষিদ্ধ করতে হবে। এ বিষয়ে আদালতের নির্দেশনা রয়েছে। তারপরও এ বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান লক্ষ্য করা যায়নি। বরং মসজিদের কমিটিতে জামায়াতীদের রেখে জঙ্গীবাদ নির্মূলের চেষ্টা চলছে। এটা সম্ভব নয়। জামায়াত-শিবির ও জঙ্গীবাদ দমনে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি। তাহজীব আলম সিদ্দিকী ॥ প্রধান বিচারপতিকে প্রতিদিন সংবাদের শিরোনাম না হয়ে লোকচক্ষুর অন্তরালে নীরবে কাজ করার আহ্বান জানালেন স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী। তিনি আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের হাইকোর্ট প্রাঙ্গণে মিডিয়ার সামনে প্রধান বিচারপতির বিরুদ্ধে কথা বলারও সমালোচনা করেন। সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে এসব কথা বলেন তাহজীব আলম সিদ্দিকী। তিনি প্রধান বিচারপতিকে নীরবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, প্রধান বিচারপতি শুধু একজন ব্যক্তি নন, একটি প্রতিষ্ঠান। মানুষের শেষ আশ্রয়স্থল এবং সংবিধানেরও রক্ষক। জাতি প্রধান বিচারপতিকে প্রতিদিন কাগজের শিরোনামে দেখতে চায় না। এজন্য সমাজে অনেক লোক আছেন। বিচারালয়ের পবিত্রতা রক্ষার্থে এবং প্রধান বিচারপতির নিরপেক্ষতার স্বার্থেও লোকচক্ষুর অন্তরালে, নীরবে, নীরবেই কার্যকর ভূমিকা পালন করাই তার জন্য শ্রেয় বলে মন্তব্য করেন তিনি। পঙ্কজ দেবনাথ ॥ খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির অভিশাপ। তিনি যতবার শহীদ মিনারে যান ততবার এই পবিত্র শহীদ মিনার অপমানিত ও লাঞ্ছিত হয়। আর শহীদদের আত্মা কষ্ট পায়। নিরন্তর ষড়যন্ত্রের অংশ হিসেবেই তিনি প্রতিবার শহীদ মিনারকে অপমান করেন। সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে এসব কথা বলেন সরকারদলীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়া শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গেলে তার নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার নিন্দা জানিয়ে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে পঙ্কজ দেবনাথ বলেন, নিরন্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি প্রতিবার খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ মিনারকে অপমান করেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিসহ অনেকের শ্রদ্ধা জানানোর একটু পরেই কিভাবে পবিত্র শহীদ মিনার পদদলিত ও লাঞ্ছিত হলো গণমাধ্যমের সৌজন্যে তা দেশবাসী দেখেছে ।
×