ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

প্রিন্স মাহমুদের মিশ্র এ্যালবাম ‘খেয়াল পোকা’

প্রকাশিত: ২০:৩৫, ১ ফেব্রুয়ারি ২০১৬

প্রিন্স মাহমুদের মিশ্র এ্যালবাম ‘খেয়াল পোকা’

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ বিরতির পর ডিজিটালি প্রকাশিত হলো গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদের মিশ্র এ্যালবাম ‘খেয়াল পোকা’। এতে কণ্ঠ দিয়েছেন তাহসান, তপু, মাহাদি, কনা, এলিটা, ইমরান, মিনার, শামিম, ইভা ও নন্দিতা। জি সিরিজ ও রবির যৌথ উদ্যোগে রাজধানীর এক রেস্টুরেন্টে রবিবার সন্ধ্যায় আনন্দঘন পরিবেশে প্রকাশিত হয় এ এ্যালবাম। এ সময়ে উপস্থিত ছিলেন রবি ভ্যাস ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার মোহাম্মদ হাসান ফয়সাল ও ম্যানেজার জ্যাকলিন এলিজাবেথ মজুমদার, কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, শাহেদ, হাসান চৌধুরী, এফএসুমন, গীতিকার ও সুরকার আসিফ ইকবাল, এটিএন নিউজের সিইও মুন্নী সাহা, জি-সিরিজ ও অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভুঁইয়া এবং এ্যালবামের সকল কন্ঠশিল্পী। প্রিন্স মাহমুদের কথা ও সুরে ‘খেয়াল পোকা’ এ্যালবামে স্থান পাওয়া ৯ জন শিল্পীর নতুন গান শোনা যাচ্ছে রবি রেডিওজি তে। এজন্য রবি গ্রাহকদেরকে ডায়াল করতে হবে ৪৮৭৮৭৭ নম্বরে। প্রকাশনানুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদের গানগুলো মূলত মেলোডিয়াস হয়। গানের কথা ও সুরে প্রাধান্য থাকে। ফলে শ্রোতারা একনাগাড়ে শুনে ফেলতে পারেন এগুলো। প্রিন্স মাহমুদের সুর-সঙ্গীতে প্রথম মিশ্র এ্যালবাম ‘শক্তি’ প্রকাশিত হয়ে ১৯৯৫ সালে। এরপর অনেক মিশ্র এ্যালবাম উপহার দিয়েছেন তিনি। দেশের প্রথম সারির সঙ্গীতশিল্পীদের নিয়ে সাজানো এসব এ্যালবামের বেশিরভাগ গানই পেয়েছে তুমুল জনপ্রিয়তা। এর মধ্যে উল্লেখযোগ্য ‘শক্তি’, ‘মা’, ‘শেষ দেখা’, ‘এখনো দুচোখে বন্যা’, ‘দেয়াল’, ‘দাগ’, ‘পিয়ানো’, ‘দেশে ভালোবাসা নাই’, ‘যন্ত্রণা’, ‘নির্বাচিতা’, ‘নিমন্ত্রণ’, ‘অপরাজিতা’, ‘কেয়া পাতার নৌকা’ প্রভৃতি।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!