ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

খালে ভেসে এলো ‘টর্পেডো-সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

প্রকাশিত: ১৭:৪৫, ২৮ এপ্রিল ২০২৪

খালে ভেসে এলো ‘টর্পেডো-সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

টর্পেডো-সদৃশ’ বস্তু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার নিজকাটা খালে ভাসছে লম্বা আকৃতির একটি বস্তু। দুই প্রান্ত সবুজ আর লাল সাদা ডোরাকাটা বস্তুটি দেখতে অনেকটা জাহাজ বিধ্বংসী টর্পেডোর মতো। 

জোয়ারের পানিতে ভেসে রবিবার সকালে খালে আসে টর্পেডো-সদৃশ বস্তুটি। এরপর এটি দেখতে ভিড় করেন শত শত মানুষ। জনগণের নিরাপত্তার স্বার্থে খালটি ঘিরে রেখেছে পুলিশ।

মৌডুবি ইউনিয়ন পরিষদের সদস্য তুহিন মাঝি জানান, খালটির সঙ্গে সাগরের সরাসরি সংযোগ আছে। আজ সকালে জোয়ারের পানির সঙ্গে এটি ভেসে আসে। 

প্রাথমিকভাবে খালে ভেসে থাকা বস্তুটিকে যুদ্ধাস্ত্র বলে মনে হচ্ছে- এমনটাই জানিয়েছেন রাঙ্গাবালী থানার ওসি হেলাল উদ্দিন। 

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কোস্ট গার্ডের একটি বিশেষ দল ঘটনাস্থলে আসছে।

শহিদ

×