ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সৌদির সঙ্গে মিল রেখে দেলদুয়ারে ৪০ পরিবারের ঈদ উদযাপন

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল 

প্রকাশিত: ১৬:৫৫, ১০ এপ্রিল ২০২৪

সৌদির সঙ্গে মিল রেখে দেলদুয়ারে ৪০ পরিবারের ঈদ উদযাপন

ঈদের নামাজ আদায় করেছেন।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ারে ৪০ পরিবার ঈদ উদযাপন করছে। বুধবার (১০ এপ্রিল) সকাল ৮টায় দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামের ৪০টি পরিবার স্থানীয় একটি মসজিদের মাঠে ঈদের জামাতে নামাজ আদায় করেছেন। 

এর আগে ওই পরিবারগুলো সৌদির সঙ্গে মিল রেখে রোজা রেখেছিলেন। যদিও তাদের পার্শ্ববর্তী গ্রামের মুসুল্লিরা বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদ পালন করবে।

স্থানীয়রা জানান, উপজেলার লাউহাটী ইউনিয়নের শশীনাড়া গ্রামের কিছু মুসুল্লিরা বিগত ২০১২ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছে। বুধবার (১০ এপ্রিল) সকাল ৮টায় স্থানীয় মসজিদের মাঠে ঈদের নামাজ আদায় করেন ওই গ্রামের প্রায় ৪০টি পরিবারসহ বিভিন্ন উপজেলা থেকে আসা মুসুল্লিরা। ঈদের নামাজ পড়ান হাফেজ এরশাদ হোসেন।

নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। সৌদি আরবের সঙ্গে একই দিনে ঈদ উদযাপন করতে পেরে শশীনাড়া গ্রামের ওই পরিবারগুলো আনন্দ প্রকাশ করেন। তবে ওই গ্রামের বাকি মুসল্লিরা বৃহস্প্রতিবার (১১ এপ্রিল) ঈদ উদযাপন করবে।

এ বিষয়ে হাফেজ এরশাদ হোসেন জানান, প্রতি বছরই সৌদির সঙ্গে মিল রেখে রোজা এবং ঈদ উদযাপন করে এই গ্রামের ৪০টি পরিবার। এদের সঙ্গে অন্যান্য জায়গা থেকে আসা অনেক মুসুল্লিরাও ঈদের নামাজে শরিক হোন।
 

এসআর

×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!