ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

একটা গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে: তোফায়েল আহমেদ

নিজস্ব সংবাদদাতা, ভোলা

প্রকাশিত: ১৫:৫৫, ৩০ নভেম্বর ২০২৩

একটা গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে: তোফায়েল আহমেদ

ছবি: জনকণ্ঠ

আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের বর্তমান সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, একটা অবাধ নিরপেক্ষ গ্রহণ যোগ্য নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমরা অংশ গ্রহণ করতে যাচ্ছি এবং অনেকেই নির্বাচনে অংশ গ্রহণ করবে। বিএনপি কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। সকলের কছেই একটা গ্রহণ যোগ্য নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন : আগাম পোস্টার-বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ


সেই নির্বাচনে আমরা অংশ গ্রহণ করতে যাচ্ছি। এবং অনেকেই অংশ গ্রহণ করবে এই নির্বাচনে। আজ বৃহস্পতিবার সকালে আওয়ামীলীগের মনোনিত ভোলা-১ আসনের প্রার্থী তোফায়েল আহমেদ ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা আরিফুজ্জামানের কাছে তার মনোনয়নপত্র জমা দান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, ভোলা পৌর মেয়র মনিরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ, আওয়ামীলীগের সহ সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা,জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব,সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম সহ অন্যান্যরা। এর আগে মনোনয়নপত্র জমা দেয়া উপলক্ষে জেলা আওয়ামীলীগের আয়োজনে ভোলা শহরের ওবায়দুল হক মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে অংশ নেন তোফায়েল আহমেদ। 

টিএস

×