ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

জীবিত থেকেও নির্বাচন কমিশনের গাফিলতিতে সহিদা এখন ‘মৃত’

প্রকাশিত: ১২:৪৫, ১৭ এপ্রিল ২০২১

জীবিত থেকেও নির্বাচন কমিশনের গাফিলতিতে সহিদা এখন ‘মৃত’

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বাসিন্দা সহিদা বেগম (৪৮) নির্বাচন কমিশনের গাফিলতির কারণে বেঁচে থেকেও আজ ‘মৃত’। স্বামী ফজির উদ্দিন ইসহাক ছিলেন ভূমি অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী। মারা গেছেন এক যুগ আগে। স্বামীর মৃত্যুর পর অবসরভাতা উঠিয়ে কোনো রকম সংসার চলছিল সহিদা বেগমের। কিন্তু ‘মৃত’ বলে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়ায়, প্রায় ১৪ মাস ধরে স্বামীর অবসরভাতা উত্তোলন করতে পারছেন না তিনি। ভোট দেয়া থেকে শুরু করে বিভিন্ন নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন জেলার চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের এই বৃদ্ধা। এখন নিজেকে জীবিত প্রমাণ করতে বিভিন্ন অফিসে ধরনা দিচ্ছেন তিনি। উপজেলা নির্বাচন অফিসে ছয়মাস ধরে ঘুরেও কোনো লাভ হয়নি সহিদা বেগমের। তিনি বলেন, ‘আমি জানতাম না, আমাকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে আমার নাম কর্তন করা হয়েছে। স্বামীর অবসরভাতা তুলতে ব্যাংকে গিয়ে শুনি, আমার নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। আমি নাকি ‘মৃত’।’ তিনি বলেন, ‘আমি স্বাভাবিকভাবে চলাচল করছি। আমাকে কেন মৃত হিসেবে দেখিয়ে, ভোটার তালিকা থেকে নাম কাটা হলো, তার বিচার চাই। এ বিষয়ে তদন্ত করা হোক।’ এ বিষয়ে আব্দুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ ময়েন উদ্দিন শাহ বলেন, ‘ওই মহিলার নাম ভোটার তালিকায় ভুল বশতঃ কাটা হয়েছে। তিনি বর্তমানে জীবিত ও সুস্থ আছেন। এ বছরে ওই মহিলাকে জীবিত থাকার প্রত্যায়নপত্র দেয়া হয়েছে। দ্রুত ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করতে যা যা প্রয়োজন, তা করা হবে।’ উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মালেক জানান, চলতি বছরের ২০ জানুয়ারি ভোটার তালিকায় ওই মহিলার নাম পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য, ঢাকা আগারগাঁও নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বরাবর চিঠি দেয়া হয়েছে। তার এখনও কোনো উত্তর আসে নাই। তবে খুব শিগগিরই এই সমস্যার সমাধান হয়ে যাবে।’
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!