ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ভোলায় কৃষকের বাড়ি গিয়ে সরকারি ভাবে ধান ক্রয় শুরু

প্রকাশিত: ০৪:০০, ২২ মে ২০১৯

ভোলায় কৃষকের বাড়ি গিয়ে সরকারি ভাবে ধান ক্রয় শুরু

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ কৃষক যাতে ধানের ন্যায্যমূল্য পায় এবং প্রতারিত না হয় তা নিশ্চিত করতে ভোলা সদর উপজেলায় কৃষকের বাড়ি থেকে সরকারি ভাবে ধান ক্রয় শুরু হয়েছে। আজ বুধবার সকালে বাপ্তা চৌদ্দঘর গ্রামের নুরুনবীর বাড়ি থেকে ৩ মেট্রিকটন ধান ক্রয় করা হয়। এ সময় ধানের সঠিক মূল্য পেয়ে কৃষক পরিবারের মধ্যে আনন্দ রিবাজ করে। সরকারি ভাবে ধান ক্রয় কালে এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহামুদুর রহমান,জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম তাহসিনুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: রিয়াজউদ্দিনসহ খাদ্য বিভাগের কর্মকর্তাগন। ধান ক্রয়কালে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান বলেন, কৃষকদের ধানের প্রকৃত মূল্য প্রাপ্তির জন্যই সরকারের এই উদ্যেগ। জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে ধান ক্রয় পক্রিয়াকে কঠোরভাবে মনিটরিং করার জন্য। যাতে করে কোনো ফরিয়া বা দালাল সুবিধা নিতে না পারে। ইতোমধ্যে কৃষি কর্মকর্তাদের বলা হয়েছে সকল কৃষকদের সরকারের এই ধান ক্রয়ের খবরটি যাতে ছড়িয়ে দেওয়া হয়। এতে করে কৃষকরা আর ঠকবেন না। তারা তাদের ধানের সঠিক মূল্য পাবেন। জেলা খাদ্য কর্মকর্তা এস এম তাহসিনুল হক সাংবাদিকদের বলেন, জেলায় ইতোমধ্যে ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এবছর জেলায় মোট ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৮৫৮ মে:টন। এর মধ্যে ধান রয়েছে ২ হাজার ৩১৮ মে:টন ও চাল ৫ হাজার ৫৪০ মে:টন রয়েছে। ধানের মূল্য ২৬ টাকা কেজি ও চালের মূল্য ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আগষ্ট মাস পর্যন্ত এই কার্যক্রম চলবে।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!