ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে জেএমবির সামরিক শাখার অঞ্চলিক কমান্ডার গ্রেফতার

প্রকাশিত: ০৩:৫০, ২৩ অক্টোবর ২০১৮

মাদারীপুরে জেএমবির সামরিক শাখার অঞ্চলিক কমান্ডার গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সামরিক শাখার আঞ্চলিক কমান্ডার মানিক বেপারীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার গভীর রাতে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর পখিরা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মানিক ওই এলাকার মোহাম্মদ বেপারীর ছেলে। মাদারীপুর র‌্যাব-৮ এর কোম্পানী কমান্ডার তাজুল ইসলাম জানান, জেএমবির সক্রিয় সদস্য আলামিন ও সাকিবসহ কয়েকজনের সহযোগিতায় উগ্রপন্থী বক্তব্য শুনে মানিক জঙ্গিবাদী কর্মকান্ডে উদ্বুদ্ধ হয়। সে ৫ম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে। শহরের পুরানবাজারে একটি দোকানে দর্জি কাজ করে মানিক। মানিক দেশের বিভিন্ন স্থানে থেকে উগ্রপন্থী সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে। এছাড়া বিভিন্ন এলাকায় দাওয়াতি এবং কর্মী সংগ্রহের পাশাপাশি বিভিন্ন ব্যক্তির সঙ্গে ফেসবুকের মাধ্যমে উগ্রপন্থী আলোচনায় অংশগ্রহণ করে। এমন অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৮ বরিশালের একটি দল মানিকের নিজ বাড়িতে অভিযান চালিয়ে মানিককে আটক করে। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২৪টি উগ্রপন্থী বই, ৩টি উগ্রপন্থী পাসপোর্ট সদৃশ বই এবং ৮২৪টি বিভিন্ন উগ্রপন্থী দাওয়াতি লিফলেট জব্দ করা হয়। তাজুল ইসলাম আরো জানান, আটক মানিক মাদারীপুর জেলার জঙ্গিভিত্তিক সামরিক কর্মকান্ড ও পরিচালনার প্রধান হিসেবে কাজ করতো বলেও জানায় গেছে। এছাড়া সে গোপনে বিভিন্ন এলাকায় মাসিক চাঁদা আদায় করে জঙ্গিবাদী কর্মকান্ডের সঙ্গে অন্যকে উদ্বুদ্ধ করার আহ্বানও জানাতো বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান বলেন, ‘আটকের বিষয়টি শুনেছি। তবে এখনও থানায় হস্তান্তর করা হয়নি। তাই নিশ্চিত করে সব কিছু বলা যাচ্ছে না।’
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!