ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বেপরোয়া পথচারীদের

প্রকাশিত: ০৪:২০, ৮ সেপ্টেম্বর ২০১৮

  নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বেপরোয়া পথচারীদের

স্টাফ রিপোর্টার ॥ ট্রাফিক পুলিশ, বিএনসিসি, রোভার স্কাউট কিংবা রেড ক্রিসেন্ট; এত সংস্থা মিলেও নিয়ন্ত্রণে আনতে পারছে না রাজধানীর বেপরোয়া পথচারীদের। সব বিধিনিষেধ উপেক্ষা করে ট্রাফিক মাসের মধ্যেও ব্যস্ততম সড়ক দিয়ে রাস্তা পার হচ্ছেন তারা। তবে আগের চেয়ে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে গণপরিবহন। সচেতন হচ্ছেন মোটরসাইকেল চালকরাও। ট্রাফিক মাসের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন সড়কে ছিল ভ্রাম্যমাণ আদালতও। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের সচেতনতামূলক মাইকিং বা বিনীত অনুরোধ, কোন কিছুই শুনতে আগ্রহী নন এই বেপরোয়া পথচারী। অনিয়মই যেন নিয়ম। মাথার ওপর ওভারব্রিজ আবার পাশেই জেব্রা ক্রসিং থাকার পরও ট্রাফিক মাসের দ্বিতীয় দিন এভাবে রাস্তা পারাপার হতে দেখা গেছে রাজধানীর বেশিরভাগ মোড়ে। নিয়ম অমান্য করতে অভ্যস্ত পথচারীরা আবার এসব নিয়ে কথা বলতেও রাজি নন। ট্রাফিক মাস উপলক্ষে কাজ করা স্বে^চ্ছাসেবকদের দাবি, দীর্ঘমেয়াদে কর্মসূচী পালন করলে সড়কে শৃঙ্খলা ফিরবে। তারা বলেন, ছোটবেলা তারা এটা শেখেনি। রাস্তা পার হওয়ার জন্য আমরা জেব্রা ক্রসিং ব্যবহার করতে বললে তারা জিজ্ঞাসা করে, জেব্রা ক্রসিং কী? তবে চর্চা করতে করতে এটা শিখবে। নিয়ম অমান্য করা পথচারীদের নিয়ম মানতে বাধ্য করতে বিআরটিএ নগরীর বিভিন্ন মোড়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করে। এসময় অনেকেই নিজের ভুল স্বীকার করেন। এমন একজন বলেন, আগে উল্টাপাল্টা চলতাম, এখন ঠিক আছি, এরপরও জরিমানা দিয়েছি। হেলমেট না থাকায় ২০০ টাকা জরিমানা হয়েছে। আগামীকাল থেকে দুটা হেলমেটই নিয়ে চলব।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!