ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে হোটেল মালিককে হুমকি

প্রকাশিত: ২৩:৪৮, ২৩ মে ২০১৮

কক্সবাজারে হোটেল মালিককে হুমকি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শেখ কামাল রয়েল প্যালেস নামে আবাসিক হোটেলটি জোরপুর্বক দখলে নিতে পরিকল্পণা নিয়ে এগুচ্ছে জসিম উদ্দিন নামে এক দখলবাজ। আবাসিক হোটেল ছেড়ে দিতে হুমকি দিয়ে চলছে সন্ত্রাসীরা। এ ব্যপারে সদর থানায় এজাহার দিয়েছে মৃত শেখ কামালের কন্যা রেশমি কামাল। হোটেলটির স্বত্তাধিকারী রেশমি কামাল মনি আতঙ্কিত হয়ে বুধবার সকালে সাংবাদিকদের লিখিত অভিযোগ করে বলেন, আমার বাবার মৃত্যুর পর পৈত্রিকভাবে প্রাপ্ত শেখ কামাল রয়েল প্যালেস আবাসিক হোটেলটি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছি। চট্টগ্রামের জসিম উদ্দিন আহমেদ নামে এক ব্যক্তি প্রায় সময় আমার পিতার সঙ্গে হোটেলে আসা যাওয়া করতেন। সেই সুবাদে তিনি আমাদের পরিচিত। রেশমি বলেন, গত বছরে ২৮ সেপ্টেম্বর আমার পিতা শেখ কামাল হোসেন মৃত্যুর পর জসিম উদ্দিন আহমেদ ভুঁয়া কাগজপত্র সৃজন করে হোটেলের ভাড়াটিয়া মালিক দাবি করে যাচ্ছে। এসব মিথ্যা ও প্রতারণা। আমার একজন ভাইও নেই যে দখলবাজ ওই জসিমের সঙ্গে মোকাবিলা করবে। মেয়ে মানুষ বলেই সবসময় আমাদের পৈতৃক সম্পদ দখলে নিতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। এদিকে স্বশস্ত্র ও দখলবাজ প্রকৃতির লোকজনসহ প্রায় সময় হোটেলে আসা যাওয়া করার বিষয়টি জানতে পেরে তাকে হোটেলে অনধিকার প্রবেশে বারণ এবং বিষয়টি থানায় অভিযোগ দিই। এতে ক্ষিপ্ত হয়ে তিনি আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র, মুঠোফোনে নানা ভাষায় হুমকি দিচ্ছে। উপরিমহলের সঙ্গে তার হাত রয়েছে জানিয়ে হোটেল ছেড়ে না দিলে জানে মেরে ফেলার হুমকি প্রদান করে চলছে সন্ত্রাসীরা। হোটেলে ঢুকে অকথ্য-অশ্রাব্য ভাষায় গালমন্দ করার প্রমাণ সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষিত আছে। হোটেল মালিক মরহুম শেখ কামাল হোসেনের স্ত্রী সেতারা বেগম, মেয়ে কানিজ ফাতেমা, জামাতা হেলাল উদ্দিন ও আহমেদ নবী এসময় উপস্থিত ছিলেন।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!