ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

করোনামুক্ত বাংলাদেশ ॥ ডাঃ ফ্লোরা

প্রকাশিত: ১২:৩৬, ২৯ ফেব্রুয়ারি ২০২০

করোনামুক্ত বাংলাদেশ ॥ ডাঃ ফ্লোরা

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ২১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করোনাভাইরাস (কোভিড-১৯) সন্দেহে মোট ৮৫ জনের শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষা করেছে। কিন্তু তাদের শরীরে এই ভাইরাস পাওয়া যানি। অর্থাৎ এখনও পর্যন্ত বাংলাদেশে কেউ কোভিড-১৯ আক্রান্ত হননি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শুক্রবার আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর ওয়েবসাইটের। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখনও পর্যন্ত দেশে মোট তিন লাখ ৬৭ হাজার ৪১ জনকে স্ক্রিনিং করা হয়েছে। এর মধ্যে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং করা হয়েছে এক লাখ ৮৫ হাজার ৫৭০ জনকে। চট্টগ্রাম সমুদ্রবন্দর ও মংলা সমুদ্রবন্দরে স্ক্রিনিং করা হয়েছে চার হাজার ১৫৭ জন, ঢাকা ক্যান্টনমেন্ট ও বেনাপোল রেলওয়ে স্টেশনে তিন হাজার ৬৪০ জন, আর অন্য চালু স্থলবন্দরগুলোতে স্ক্রিনিং করা হয়েছে এক লাখ ৭৭ হাজার ৮৩১ জনকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদনের তথ্যানুযায়ী, এপর্যন্ত মোট কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৮২ হাজার ২৯৪ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক হাজার ১৮৫ জন। মোট রোগীর মধ্যে চীনে আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৬৩০ জন, আর সেদেশে মারা গেছেন দুই হাজার ৮০৪ জন। নতুন করে ব্রাজিল, ডেনমার্ক, এস্তোনিয়া, জর্জিয়া, গ্রিন, নরওয়ে, পাকিস্তান, রোমানিয়া এবং উত্তর মেসিডোনিয়া এই ৯টি দেশ কোভিড-১৯ আক্রান্ত হওয়া দেশের তালিকায় যুক্ত হয়েছে।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!