ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় ধর্ষকের যাবজ্জীবন

প্রকাশিত: ০৯:২১, ১৯ ফেব্রুয়ারি ২০২০

 কুষ্টিয়ায় ধর্ষকের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৮ ফেব্রুয়ারি ॥ গৃহবধূ ধর্ষণ মামলার রায়ে এক আসামির যাবজ্জীবন করাদ- ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। যাবজ্জীবন দ-প্রাপ্ত ওই আসামির নাম বিপ্লব দাস (৪৫)। সে ভেড়ামারা উপজেলার কারিকরপাড়া গ্রামের মৃত মনোরঞ্জন দাসের ছেলে এবং ধর্ষিত গৃহবধূর স্বামীর পালক পিতা। আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ২১ মে রাত ১১টার দিকে গৃহবধূর স্বামী কুমার বিশ্বাসের অবর্তমানে তার পালক পিতা বিপ্লব দাস ঘরে ঢুকে ইচ্ছার বিরুদ্ধে ওই গৃহবধূকে ধর্ষণ করে। এতে লোকলজ্জার ভয়ে ওই গৃহবধূ ভীত হয়ে পড়ে। পরদিন আসামি বিপ্লব দাস গৃহবধূকে তার পিত্রালয় ঝিনাইদহ জেলার শৈলকূপায় পৌঁছে দেয়ার কথা বলে গাড়িতে উঠিয়ে ঢাকার নবীনগর এলাকার এক আত্মীয়ের বাসায় ১৫ দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে সুযোগ বুঝে ওই গৃহবধূ পালিয়ে এসে পরিবারের কাছে ঘটনা খুলে বলে। পরে ভুক্তভোগী ওই গৃহবধূর মা ঝিনাইদহ জেলার বাসিন্দা বুলবুলি রানী বিশ্বাস বাদী হয়ে আসামি বিপ্লব দাসের বিরুদ্ধে ভেড়ামারা থানায় মামলা করেন।
×