ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

আলী জাফরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ মিশার!

প্রকাশিত: ০৭:৪৫, ২২ এপ্রিল ২০১৮

আলী জাফরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ মিশার!

সংস্কৃতি ডেস্ক ॥ পাকিস্তানী শিল্পী মিশা সাফি অভিযোগ করেছেন, অভিনেতা-সঙ্গীতশিল্পী আলী জাফর একাধিকবার তাকে শারীরিক নিগ্রহ করেছেন। সারা পৃথিবী জুড়েই কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিরুদ্ধে মুখ খুলছেন অভিনয়শিল্পী থেকে শুরু করে সমাজের নানা পেশার মানুষ। এবার ‘মি-টু’র প্রচারে সামিল হলেন পাকিস্তানী সঙ্গীতশিল্পী এবং অভিনেত্রী মিশা সাফি। বৃহস্পতিবার পাকিস্তানের অভিনেতা এবং গায়ক আলী জাফরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করলেন এই ‘ভাগ মিলখা ভাগ’ চলচ্চিত্রের অভিনেত্রী মিশা। ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, সামাজিক মাধ্যমে মিশা জানিয়েছেন, একাধিকবার তাকে যৌন হেনস্থা করেছেন অভিনেতা সঙ্গীতশিল্পী আলী জাফর। টুইটারে মিশা সাফি অভিযোগ করেছেন, এতদিন পর এই বিষয়ে মুখ খুলছি, তার কারণ আমি আর চুপ থাকতে রাজি না। অন্যদের সচেতন করতে আমার এই অভিজ্ঞতা সবাইকে জানানো দরকার। এসব বিষয়ে কথা বলা আমার কাছে খুব সহজ নয়। তবুও বলছি তার কারণ চুপ করে থাকার সামাজিক সংস্কৃতি আমি আর মানতে পারছি না। আমার মতো, পাকিস্তানে যারা অভিনয় জগতে নিজের ক্যারিয়ার শুরু করতে চান বিশেষ করে মেয়েরা, তাদের জানানো দরকার। আমার মতো প্রতিষ্ঠিত নায়িকার সঙ্গেই যদি এ রকম ঘটে থাকে তাহলে বাকিদের সঙ্গে কী হতে পারে। আমি যখন সদ্য পাকিস্তানে অভিনয় শুরু করেছি এগুলো তখনকার ঘটনা। আলী জাফর তখন প্রতিষ্ঠিত নায়ক। একবার নয় একাধিকবার আলী জাফরের লালসার শিকার হতে হয়েছে আমাকে। আলী জাফরের সঙ্গে আমার পরিচয় বহুদিনের। আমরা একসঙ্গে মঞ্চনাটকেও কাজ করেছি। কাছের একজন মানুষের কাছে এ ধরনের আচরণ আমাকে স্তম্ভিত করে দিয়েছিল। চরম হতাশায় ভুগছিলাম আমি। সে সময় আমার পরিবার আমার পাশে থেকেছে। একজন মা, একজন স্ত্রী হয়ে একথা প্রকাশ্যে বলা কতটা কঠিন তা আমি বলে বোঝাতে পারব না।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!