সাপ্তাহিক আগ্রহের শীর্ষে নাভানা ফার্মা

প্রকাশিত: ২২:৪০, ২৮ অক্টোবর ২০২২

সাপ্তাহিক আগ্রহের শীর্ষে নাভানা ফার্মা

নাভানা ফার্মাসিউটিক্যালস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্য ৭১টির বা ১৮.৪৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে নাভানা ফার্মাসিউটিক্যালসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে নাভানা ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১.৯০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫১.১০ টাকায়। 

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ২১.৮৩ শতাংশ, সিনো বাংলার ২১.৪৩ শতাংশ, সী পার্লের ২১.০৬ শতাংশ, এডিএন টেলিকমের ১৮.৯১ শতাংশ, ইন্ট্রাকোর ১৩.২৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১২.২৯ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১২.০২ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১১.৫২ শতাংশ এবং বসুন্ধরা পেপারের শেয়ার দর ১০.৮১ শতাংশ বেড়েছে।

 এসআর