ডিএসইতে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:১০, ৭ মে ২০২৩

ডিএসইতে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা

প্রতীকী ছবি।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

রবিবার (৭ মে) সেই সঙ্গে বেশ ভালো গতি রয়েছে লেনদেনে। পাশাপাশি দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান।

প্রথম আধাঘণ্টার লেনদেনে ডিএসইতে প্রধান মূল্য সূচক বেড়েছে ৮ পয়েন্ট। দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২৫ শতাংশ প্রতিষ্ঠান। আর লেনদেন হয়েছে প্রায় ২০০ কোটি টাকা।

একই দিনে শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ৬ পয়েন্ট বেড়ে যায়। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকায় ২০ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক বাড়ে ১১ পয়েন্ট।

তবে এরপর বেশকিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে যায়। এতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতাও কমেছে।

এমএম