পুঁজিবাজারে দেড় ঘণ্টায় ২৮২ কোটি টাকার লেনদেন 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৫৮, ১৫ মে ২০২৩

পুঁজিবাজারে দেড় ঘণ্টায় ২৮২ কোটি টাকার লেনদেন 

বাজারে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন চলছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। সকাল সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ২৭৯ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সোমবার (১৫ মে) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯০ পয়েন্টে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এমএইচ