সূচকের উত্থানে লেনদেন চলছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:২৬, ১ জুন ২০২৩

সূচকের উত্থানে লেনদেন চলছে

ডিএসই ও সিএসই

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। সকাল ১০টা ৪৮ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৮৬ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০১ পয়েন্টে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ১ কোটি ৮৩ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এমএইচ