দাপট দেখাচ্ছে বিমা খাতের প্রতিষ্ঠানগুলো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৩৮, ২৮ মে ২০২৩

দাপট দেখাচ্ছে বিমা খাতের প্রতিষ্ঠানগুলো

ফাইল ছবি।

সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শুরুতে শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখাচ্ছে বিমা খাতের প্রতিষ্ঠানগুলো। 

রবিবার (২৮ মে) মূল্যসূচকের বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে। সেইসঙ্গে লেনদেনে বেশ ভালো গতি রয়েছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ৫৭টি বিমা কোম্পানির মধ্যে প্রথম আধাঘণ্টার লেনদেনে ৪৯টির শেয়ার দাম বেড়েছে। বিমা কোম্পানিগুলোর শেয়ার দাম এভাবে বাড়ায় অন্য খাতেও ইতিবাচক প্রভাব পড়েছে।

ফলে প্রথম আধাঘণ্টার লেনদেনে ডিএসইর প্রধান মূল্যসূচক বেড়েছে ১৮ পয়েন্ট। দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৫০ শতাংশের বেশি প্রতিষ্ঠান। লেনদেন ২০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

এমএম