টানা দরপতনে দেশের শেয়ারবাজার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৫, ১১ এপ্রিল ২০২৩

টানা দরপতনে দেশের শেয়ারবাজার

প্রতীকী ছবি।

ফের টানা দরপতনে দেশের শেয়ারবাজার। সেই সঙ্গে কমছে লেনদেনের গতি। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার 

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্যসূচক কমেছে। 

মঙ্গলবার ( ১১ এপ্রিল) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। এর মাধ্যমে চলতি সপ্তাহের তিন কার্যদিবসেই শেয়ারবাজারে দরপতন হলো।

এমন টানা দরপতনের সঙ্গে উভয় বাজারে কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে লেনদেন কমে সাড়ে চারশ কোটি টাকার নিচে চলে এসেছে। এতে বাজারটিতে নয় কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন লেনদেনের ঘটনা ঘটলো।

দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪২ কোটি ৫৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৬৯ কোটি ৪৯ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ২৬ কোটি ৯৬ লাখ টাকা। লেনদেন শুধু আগের কার্যদিবসের তুলনায় কমেনি, গত ৩০ মার্চের পর বাজারটিতে সর্বনিম্ন লেনদেন হয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেন অংশ নেওয়া ১৩১টি প্রতিষ্ঠানের মধ্যে ২২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৬টির এবং ৬৩টির দাম অপরিবর্তিত। লেনদেন হয়েছে ৬ কোটি ৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১০ কোটি ৬৮ লাখ টাকা।

এমএম