শেয়ারপ্রতি মুনাফা কমেছে ইনটেকের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:১০, ৩০ মার্চ ২০২৩

শেয়ারপ্রতি মুনাফা কমেছে ইনটেকের

লোগো

ইনটেকের গত অর্থ বছরের ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৭৩ পয়সা। বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ইনটেকের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২১-২০২২ অর্থবছর) শেয়ার প্রতি লোকসান হয়েছে ২২ পয়সা। গত অর্থ বছরের (জানুয়ারি-মার্চ, ২০২০-২০২১ অর্থবছর) একই সময়ে ইপিএস হয়েছিল ১ পয়সা। এ হিসেবে ইপিএস কমেছে ২৩ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৮ পয়সা। গত অর্থ বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১০ পয়সা। 

এ হিসেবে ইপিএস কমেছে ৩৮ পয়সা। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৪ পয়সা। গত অর্থ বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৮ পয়সা। এ হিসেবে ইপিএস কমেছে ২২ পয়সা।

অপরদিকে তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই-মার্চ’২০২১-২০২২ অর্থবছর) কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৪ পয়সা। যার পরিমাণ আগের অর্থ বছরের (জানুয়ারি-মার্চ, ২০২০-২০২১ অর্থবছর) একই সময়ে ইপিএস হয়েছিল ১৯ পয়সা। এ হিসেবে ইপিএস কমেছে ৭৩ পয়সা । 

গত ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১ দশমিক ১৩ টাকা।

 

 এসআর