প্রথম আধাঘণ্টায় ডিএসইতে প্রায় ১০০ কোটি টাকা লেনদেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৪৬, ১৪ মার্চ ২০২৩

প্রথম আধাঘণ্টায় ডিএসইতে প্রায় ১০০ কোটি টাকা লেনদেন

প্রতীকী ছবি।

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। 

মঙ্গলবার (১৪ মার্চ)  প্রধান মূল্যসূচক বেড়েছে ১০ পয়েন্ট। আর লেনদেন হয়েছে প্রায় একশ কোটি টাকা।

অবশ্য এরপরও বাজারটিতে প্রায় ১০০ প্রতিষ্ঠান ক্রেতা সংকটের মধ্যে পড়েছে। এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দিনের সর্বনিম্ন দামে বিপুল বিক্রির আদেশ আসলেও ক্রয় আদেশের ঘর শূন্য হয়ে পড়েছে।

একদিকে ক্রয় আদেশের ঘর শূন্য হয়ে পড়া, অন্যদিকে দিনের সর্বনিম্ন দামে এসব প্রতিষ্ঠানের বিপুল বিক্রির আদেশ আসায় যাদের কাছে এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট আছে- তারা তা বিক্রি করতে পারছেন না।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ৩৬ মিনিটে ডিএসইতে ১০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৯টির। আর ৯৭টির দাম অপরিবর্তিত। এর মধ্যে ক্রয় আদেশের ঘর শূন্য হয়ে পড়েছে ৮৩ প্রতিষ্ঠানের।

এতে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ১১ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে ২ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক বেড়েছে ২ পয়েন্ট। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৯১ কোটি ১৭ লাখ টাকা।
 

এমএম