
প্রতীকী ছবি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান মূল্যসূচক অন্তত চারবার ওঠানামা করেছে। এর মধ্যেই দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২৫ শতাংশ প্রতিষ্ঠান।
রবিবার (১২ মার্চ) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে চারভাগের একভাগ দাম বাড়ার তালিকায় নাম লেখাতে পারাই সূচক কিছুটা পজিটিভ রয়েছে।
প্রথম আধাঘণ্টার লেনদেনে ডিএসইর প্রধান মূল্যসূচক বেড়েছে ৫ পয়েন্ট। আর লেনদেন হয়েছে প্রায় একশ কোটি টাকা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ৫০ মিনিটে ডিএসইতে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১১২টির। আর ৯২টির দাম অপরিবর্তিত রয়েছে।
এর মধ্যে ক্রয় আদেশের ঘর শূন্য হয়ে পড়েছে ৭৬ প্রতিষ্ঠানের। এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দিনের সর্বনিম্ন দামে বিপুল বিক্রির আদেশ আসলেও ক্রয় আদেশের ঘর শূন্য হয়ে আছে।
এমএম