
লোগো
রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৫টির বা ৩৩ দশমিক ৭৫ শতাংশের শেয়ার দর বেড়েছে। সপ্তাহটিতে ইউনিট দর সবচেয়ে বেশি বেড়েছে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এডিএন টেলিকমের ক্লোজিং শেয়ার দর ছিল ৪০ দশমিক ৮০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৯ দশমিক ৯০ টাকায়।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এডিএন টেলিকম ১৮ দশমিক শূন্য ৯ শতাংশ, ইস্টার্ন হাউজিং ১৬ দশমিক ৫৪ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১৫ দশমিক ৬৪ শতাংশ, বিডি কম ১২ দশমিক ৬৬ শতাংশ, ইনটেক ১২ দশমিক ৫৬ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ১১ দশমিক ৯৪ শতাংশ, ডমিনেজ স্টিল ১০ দশমিক ৪৯ শতাংশ এবং বসুন্ধরা পেপারের ১০ দশমিক ৩৮ শতাংশের শেয়ার দর বেড়েছে।
এসআর