সূচকের উত্থানে লেনদেন 

প্রকাশিত: ১৫:২১, ২৯ ডিসেম্বর ২০২২

সূচকের উত্থানে লেনদেন 

ডিএসই ও সিএসই

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শুরু হয়েছিল। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। সকাল ১১টা পর্যন্ত ডিএসইতে ৬১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৬ পয়েন্টে।

আজ ডিএসইতে ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৭টির।

অপরদিকে, বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে ১ কোটি ৩১ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এমএইচ

সম্পর্কিত বিষয়: