পতন দিয়ে ডিএসইর সপ্তাহ শেষ

প্রকাশিত: ২১:১৮, ১৫ ডিসেম্বর ২০২২

পতন দিয়ে ডিএসইর সপ্তাহ শেষ

পুঁজিবাজার সূচক নিম্নগামী

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে মূল্যসূচক। সেইসঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মূল্যসূচক ও লেনদেন কমার পাশাপাশি কয়টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে, কমেছে তার থেকে বেশি। অবশ্য দাম বাড়া বা কমার তুলনায় দাম অপরিবর্তিত থাকা প্রতিষ্ঠানের সংখ্যা আগের মতোই বেশি রয়েছে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে ৩৬ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৫৩টির। আর ২৩৪টির দাম অপরবর্তিত রয়েছে। ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৪৮ পয়েন্ট কমে ২ হাজার ২০৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭২ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৫ কোটি ২৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪৩০ কোটি ২০ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৪ কোটি ৯৩ লাখ টাকা।

 

এমএম