সূচকের সমান্য উত্থানে শেষ হয়েছে ডিএসইর লেনদেন

প্রকাশিত: ১৫:৩৯, ৭ ডিসেম্বর ২০২২

সূচকের সমান্য উত্থানে শেষ হয়েছে ডিএসইর লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। বুধবার (৭ ডিসেম্বর) সেই সঙ্গে বেড়েছে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

এদিন ডিএসইতে ৩১১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে ৩৯ কোটি ৩৫ লাখ টাকা বেশি শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ২৭১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩৩ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৭ পয়েন্টে।

 ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪১টির।

 

এমএম