দিনের শুরুতে ঊর্ধ্বমুখী ছিলো ডিএসইর লেদেন

প্রকাশিত: ১৫:৩৫, ৬ ডিসেম্বর ২০২২

দিনের শুরুতে ঊর্ধ্বমুখী ছিলো ডিএসইর লেদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

লেনদেনের শুরুতে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিলো ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৬ ডিসেম্বর)  লেনদেনে অংশ নেয়া বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখায়। সেই সঙ্গে বেড়েছে সবকটি মূল্যসূচক। 

প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। এতে প্রধান মূল্যসূচক বেড়ে যায় ১০ পয়েন্ট। আর লেনদেন হয় ৩০ কোটি টাকার কিছু বেশি।

সবকটি মূল্যসূচক বাড়লেও ডিএসইতে দাম বাড়া বা কমার তুলনায় দাম অপরিবর্তিত থাকা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি। এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম ফ্লোর প্রাইসে (দাম কমার সর্বনিম্ন সীমা) আটকে থাকে। 

এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে। ফলে শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের প্রথম আধাঘণ্টাজুড়েই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে।

 

এমএম