সাপ্তাহিক দর হারানোর শীর্ষে ওরিয়ন ইনফিউশন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:১২, ৩ ডিসেম্বর ২০২২

সাপ্তাহিক দর হারানোর শীর্ষে ওরিয়ন ইনফিউশন

ওরিয়ন ইনফিউশন লগো

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্য ৪০টির বা ১০.৯০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৬২.৪০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫২৭.৫০ টাকায়।  এর মাধ্যমে ওরিয়ন ইনফিউশন ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১০.৪৩ শতাংশ, বসুন্ধরা পেপারের ৮.৮৮ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৮.৪৩ শতাংশ, জেনেক্সের ৬.৮৪ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ৬.৭৬ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৬.২৯ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৫.২৬ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ৪.৯৫ শতাংশ এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.৫৯ শতাংশ কমেছে। 

 

এসআর

সম্পর্কিত বিষয়: