সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:২৪, ৩০ নভেম্বর ২০২২

সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

পুঁজিবাজার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৪৪৯ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৩৩৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২১৪ পয়েন্টে।

অপরদিকে, বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮৯ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ৬ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এমএইচ

সম্পর্কিত বিষয়: