শেয়ারবাজারে সূচকের পতনে চলছে লেনদেন

প্রকাশিত: ১৮:১১, ১০ অক্টোবর ২০২২

শেয়ারবাজারে সূচকের পতনে চলছে লেনদেন

সূচকের পতন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে আজ লেনদেন চলছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে ৪৯৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৪৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৩৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার  ৩৪৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৬টির।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আজ সিএসইতে ৪ কোটি ২১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এমএইচ