সূচকের পতনে চলছে লেনদেন 

প্রকাশিত: ১৭:২৭, ১৬ নভেম্বর ২০২২

সূচকের পতনে চলছে লেনদেন 

শেয়ারবাজার

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। বুধবার (১৬ নভেম্বর) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে ৬ হাজার ২১২ পয়েন্টে অবস্থান করছিল। আর ডিএসই শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৪৫ ও ২১৭৯ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে মোট ৮৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।

আজ লেনদেন হওয়া কোম্পানিগুলো শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৩২টির, কমেছে ৩৯টির। আর অপরির্বতিত রয়েছে ১১৫টি কোম্পানির শেয়ারের দর। সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- জেনেক্স, সামিট অ্যালায়েন্স, বসুন্ধরা পেপার, অরিয়ন ফার্মা, গ্লোবাল ইসলামি ব্যাংক, নাভানা ফার্মা, কেডিএস অ্যাসোসিয়েট, সিনোবাংলা, ইস্টার্ন হাউজিং ও  স্কয়ার ফার্মা।

অপরদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৭ পয়েন্ট কমে ১৮ হাজার ৪৭৪ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এমএইচ