ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত: ২০:৩৩, ১৭ মে ২০২৩

ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ফাইল ছবি।

ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

ধবার (১৭ মে) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বভাসে এ কথা বলা হয়েছে। 

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।

আজ দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলিসিয়াস।

এছাড়া আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সময়ে শুধু ঈশ্বরদীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

 

এমএম

×