ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোমবার থেকে শুরু হচ্ছে বিএসআরএফ -ওয়ালটন স্পোর্টস ফেস্টিভ্যাল 

প্রকাশিত: ১৪:৫০, ২৭ নভেম্বর ২০২২

সোমবার থেকে শুরু হচ্ছে বিএসআরএফ -ওয়ালটন স্পোর্টস ফেস্টিভ্যাল 

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম

আগামীকাল সোমবার (২৮ নভেম্বর) থেকে শুরু হচ্ছে বিএসআরএফ -ওয়ালটন স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২২। এদিন সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন এ  ফেস্টিভ্যালের উদ্বোধন করবেন।

আজ রবিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে গনমাধ্যম কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাস এ তথ্য জানান।

এ সময় বক্তব্য রাখেন বিএসআরএফ সাধারণ সম্পাদক মাসউদুল হক এবং দেশের ইলেক্ট্রনিকস ও অটোমোবাইলস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস) এফ এম ইকবাল বিন আনোয়ার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ফেস্টিভ্যালে মোট ৭ টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬টি বিএসআরএফ সদস্যদের জন্য।এছাড়া ১টি ইভেন্ট সদস্য নয় এমন সাংবাদিকদের জন্য।

দাবা, ক্যারাম একক, ক্যারাম দ্বৈত, তাস, টেবিল টেনিস, লুডু, সদস্যদের জন্য এবং লুডু সদস্য নয় এমন সাংবাদিকদের জন্য।

টিএস

×