ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইউরোপিয়ান এ্যাথলেটিক্সে মেয়েদের ১০০ মিটারে চ্যাম্পিয়ন জিনা লিউকেনক্যাম্পার

ট্র্যাকে ফিরেই ঝড় তুললেন জ্যাকবস

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৩৭, ১৮ আগস্ট ২০২২

ট্র্যাকে ফিরেই ঝড় তুললেন জ্যাকবস

জার্মানির জিনা লিউকেনক্যাম্পারের

ইনজুরির কারণে সদ্য সমাপ্ত বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিলেন মার্সেল জ্যাকবসতবে ট্র্যাকে ফিরেই নিজের জাত চেনালেন টোকিও অলিম্পিকের চ্যাম্পিয়নমঙ্গলবার জার্মানির মিউনিখে ইউরোপিয়ান এ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে ঝড় তুলে স্বর্ণপদক জিতলেন তিনিএদিন ৯.৯৫ সেকেন্ড টাইমিংয়ে ফিনিশিং লাইন স্পর্শ করে প্রথম হন ট্র্যাক এ্যান্ড ফিল্ডের এই তারকাসেইসঙ্গে চ্যাম্পিয়নশিপের রেকর্ড টাইমিংয়ের মাইলফলকও স্পর্শ করলেন তিনিদ্বিতীয় হয়ে রৌপ্য জিতেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন ঝারলেন হাগেসতার সময় লেগেছে ৯.৯৯ সেকেন্ড১০.১৩ সেকেন্ড টাইমিংয়ে ব্রোঞ্জপদক জিতেছেন জেরেমিয়াহ আজু

বিশ্ব ট্র্যাক এ্যান্ড ফিল্ডে গত বছরেই পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন মার্সেল জ্যাকবসবিশেষ করে টোকিও অলিম্পিকের স্বর্ণপদক জয়ের পরঅথচ, হিটের আগে এমনকি সেমিফাইনালের আগেও কোনরকমের আলোচনায় ছিলেন না তিনিকিন্তু ফাইনালেই বাজিমাত করেন এই স্প্রিন্টারমার্সেল জ্যাকবসই কেড়ে নিয়েছিলেন সব আলো! রীতিমতো চমক দেখিয়ে ইতিহাস গড়ে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জয়ের নজির গড়েছিলেন তিনিসেইসঙ্গে টোকিও অলিম্পিকে দ্রুততম মানব বনে যান তিনি

অলিম্পিকের গত তিনটি আসরে ১০০ মিটারে সোনা জিতেছিলেন সর্বকালের সেরা স্প্রিন্টার জ্যামাইকার উসাইন বোল্টতার একচ্ছত্র আধিপত্যের সময়ে অন্য কেউ সেরা হতে পারেননিরিও অলিম্পিকের পরই তিনি অবসরে যাওয়ার পর  দেখা মিলে নতুন রাজারশুধু তাই নয়? জ্যাকবস গড়েছিলেন এক অনন্য কীর্তওএদিকে, মেয়েদের ১০০ মিটারে চ্যাম্পিয়ন হয়েছেন জিনা লিউকেনক্যাম্পারঅলিম্পিক স্টেডিয়ামে এদিন মাত্র ১০.৯৯ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে প্রথম হন তিনিএর আগে সর্বশেষ বার্লিনে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রৌপ্য জিতেছিলেন তিনিএবার স্বর্ণ জিতে স্বপ্নপূরণ করলেন ২৫ বছর বয়সী এই স্প্রিন্টাররৌপ্য জিতেছেন সুইজারল্যান্ডের মুজিনগা কামবুঞ্জি

×