ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ইউরোর সেমিতে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:০১, ২০ জুলাই ২০২৫

ইউরোর সেমিতে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

স্প্যানিশ মেয়েদের জয়ের উল্লাস

নারীদের ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত এক জয় পেয়েছে স্পেন। দুইটি পেনাল্টি মিস করেও সুইজারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এই জয়ের মাধ্যমে ইউরোর ইতিহাসে দ্বিতীয়বারের মতো শেষ চারে উঠল স্পেন নারী দল।
শনিবার সুইজারল্যান্ডের বার্নে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে নামে স্পেন। বল দখল, পাসিং এবং আক্রমণে প্রতিপক্ষকে চাপে রেখেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। তবে রক্ষণে সুইসরা ছিল যথেষ্ট শক্ত প্রতিরোধে। ম্যাচের ৯ মিনিটেই স্পেন পায় প্রথম বড় সুযোগ, কিন্ত পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। মারিওনা কালদেনতে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন। তার নেওয়া শট সুইস গোলরক্ষক দারুণভাবে ঠেকিয়ে দেন। এরপর একের পর এক আক্রমণ চালিয়েও প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় মাঠ ছাড়তে হয় স্পেনকে।
বিরতির পরই বদলে যায় ম্যাচের চিত্র। নিজেদের ছন্দে ফেরে স্প্যানিশরা, আর সুইজারল্যান্ড তখন প্রতিরোধ ধরে রাখতে ব্যর্থ হয়। ম্যাচের ৬৬ তম মিনিটে অ্যাথেনা দেল কাসতিল্লো স্পেনের হয়ে গোল করে দলকে এগিয়ে দেন। তার নিখুঁত ফিনিশিংয়ে বল জাল কাঁপিয়ে ম্যাচে স্পেনকে এগিয়ে নেন। গোলের মাত্র পাঁচ মিনিট পর, অর্থাৎ ৭১ মিনিটে ক্লাউদিয়া পিনা ব্যবধান দ্বিগুণ করেন। এই গোলটি ছিল দারুণ কৌশলগত, যা সুইস রক্ষণের ঘাটতি পুরোপুরি উন্মোচিত করে দেয়।
ম্যাচের শেষদিকে, ৮৮ মিনিটে স্পেন দ্বিতীয়বারের মতো পেনাল্টি পায়। এবার কিক নিতে এগিয়ে আসেন অভিজ্ঞ মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুতেয়াস। কিন্তু সেও গোল করতে ব্যর্থ হন। দ্বিতীয়বার পেনাল্টি মিস করলেও জয় নিশ্চিত থাকায় চাপ ছিল না স্পেনের ওপর। এই জয় নারীদের ইউরো চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে স্পেনের ইতিহাসে প্রথম জয়। এর আগে ২০১৩, ২০১৭ ও ২০২২ সালের আসরে তারা কোয়ার্টার ফাইনালে উঠলেও কখনই সেমিফাইনালে পৌঁছাতে পারেনি। ১৯৯৭ সালে তারা সরাসরি সেমিফাইনালে খেলেছিল, কিন্তু সেবার পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল।

এবার অবশেষে কোয়ার্টারের সেই ‘অভিশাপ’ ভেঙে চারে পৌঁছাল তারা। ম্যাচ শেষে স্পেনের গোলদাতা উইঙ্গার অ্যাথেনা দেল কাসতিল্লো বলেন, ‘সেমিফাইনালে যেতে পেরে আমরা দারুণ আনন্দিত। পুরো দল একসঙ্গে লড়েছে এবং নিজেদের সেরাটা দিয়েছে। এমন পরিবেশে খেলতে পারা আনন্দের এবং আমরা আশা করি সামনে আরও বড় কিছু উপহার দিতে পারব।’
আগামী বুধবার জুরিখে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। সেখানে স্পেনের প্রতিপক্ষ হবে ফ্রান্স ও জার্মানির মধ্যকার বিজয়ী দল। এই ম্যাচটি বাংলাদেশ সময় অনুযায়ী রবিবার রাত ১টায় শুরু হবে।

প্যানেল হু

×