ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

অধিনায়কের সামনে রেকর্ডের হাতছানি

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত লিটন

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৫৮, ২০ জুলাই ২০২৫

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত লিটন

লিটন দাস

সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও শ্রীলঙ্কা হয়ে এবার নিজেদের মাঠে বাংলাদেশ। কলম্বো থেকে স্মরণীয় সাফল্য সঙ্গী করে পাকিস্তানের মুখোমুখি টাইগাররা। আত্মবিশ্বাসের সঙ্গে যে শঙ্কা, সেটি মিরপুরের চিরায়ত স্লো উইকেট। একটানা দীর্ঘদিন স্পোর্টিং উইকেটে খেলে আসা ব্যাটাররা এবার নিজ আঙিনায় কিভাবে মানিয়ে নেয়, সেটিই যেন হয়ে উঠেছে বড় প্রশ্ন,‘দেখেন, মিরপুরের উইকেটে খেললে একটা উদ্বেগ তো থাকেই।

তবে আমার যা ক্যারিয়ার, আমি যদি বোলার হতাম তাহলে মিরপুরে খেললে আমার ক্যারিয়ার অনেক বড় হতো।’ শনিবার সংবাদ সম্মেলনে বলছিলেন অধিনায়ক লিটন দাস। এরপরই তিনি যোগ করেন,‘আমার কাছে মনে হচ্ছে উইকেট ভালোই। তবে কতটা ভালো সেটা ম্যাচের বল খেলতে গিয়েই বোঝা যাবে।’ টি২০ অধিনায়ক বলেন,‘গত দশ বছর ধরেই তো এভাবে খেলছি। আর কত সেট হব! পারফর্ম করতে পারছি নাÑএটিই আসল কথা। ধারাবাহিকভাবে পারফর্ম করার চেষ্টা করছি। অনুশীলনে কোনো ঘাটতি ছিল না, ভবিষ্যতেও থাকবে না।’
মাত্র দেড় মাস আগে পাকিস্তানে গিয়ে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হতে হয়েছিল। লিটন বলেন,‘এই সিরিজটা মোটেও সহজ হবে না। তাদের দলে রহস্য স্পিনার আছে, যারা ভালো বল করতে পারে। আমাদের জন্য চ্যালেঞ্জ থাকবেই। মিরপুরে সব সময় চ্যালেঞ্জিং হয়। একসঙ্গে ভালো ক্রিকেট খেলতে হয়, এই চ্যালেঞ্জ নিয়েই নামতে হবে।’ এই সিরিজে মাঠে নামার সঙ্গে সঙ্গেই চারটি রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে টাইগার অধিনায়ক লিটনের সামনে। টি২০তে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন সাকিব আল হাসান (৩৬০)।

দ্বিতীয় স্থানে আছেন তামিম ইকবাল (২৩৫)। লিটনের রান এখন ২১০। অর্থাৎ মাত্র ২৬ রান করলেই তামিমকে ছাড়িয়ে যাবেন লিটন। এছাড়া টি২০তে সর্বোচ্চ রানের তালিকায় এখন তৃতীয় স্থানে আছেন লিটন দাস। তার রান ২২৭৬। দ্বিতীয় স্থানে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের রান ২৪৪৪। পাকিস্তান সিরিজে ১৬৯ রান করতে পারলে দ্বিতীয় স্থানে উঠে আসবেন লিটন।

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি২০তে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান মাহমুদউল্লাহর (৮০৪)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে সাকিব আল হাসান (৫৪৭) ও লিটন দাস (৫১০)। এবার যদি লিটন ৩৮ রান করতে পারেন, তবে তিনিই হবেন এই ভেন্যুতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি২০তে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ৭৭টি। লিটনের ছক্কার সংখ্যা ৭১। সিরিজে ৭টি ছক্কা মারতে পারলেই তিনি ছক্কায়ও ছাড়িয়ে যাবেন রিয়াদকে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ঘরের মাঠে রেকর্ড গড়ার এই সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে লিটন দাস কেবল নিজেকে নয়, পুরো দলকেই আরও উঁচুতে তুলে ধরতে পারেন। এখন দেখার পালা, কতটি রেকর্ড ভাঙতে পারেন টাইগারদের এই নির্ভরযোগ্য অধিনায়ক। ২২টি টি২০ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র তিনটি, বাকি ১৯টিতেই হেরেছে তারা।

প্যানেল হু

×