
টি২০ সিরিজ সামনে রেখে ট্রফি উন্মোচনে হাস্যোজ্জ্বল দুই অধিনায়ক লিটন দাস ও সালমান আগা
দীর্ঘ ১৮ বছরে টি২০ তে ২২ দেখায় ৩ জয়ের বিপরীতে ১৯ হার, দেড় মাস আগে লাহোরে ৩-০ তে হোয়াইটওয়াশ; পরিসংখ্যানেই স্পষ্ট ছোট্ট ফরম্যাটের ক্রিকেটে পাকিস্তানের তুলনায় কতটা পিছিয়ে বাংলাদেশ। এর পরও আত্মবিশ্বাসী লিটন দাস, অতিথি অধিনায়ক সালমান আগাও স্বাগতিকদের বেশ সমীহ করছেন- কারণ মাত্র চারদিন আগে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ (২-১) জয় করে মাঠে নামছে টাইগাররা।
বুধবার রাতে কলম্বোতে শেষ ম্যাচে বাংলাদেশ যেদিন ৮ উইকেটের দাপুটে জয়ে ইতিহাস গড়ে, সেদিন সকালেই ঢাকায় পা রাখে পাকিস্তান। শুক্রবার ফ্ল্যাড লাইটের আলোয় শেরেবাংলার মূল মাঠে অনুশীলনে ঘাম ঝরিয়েছে সফরকারীরা। শুক্রবার সকালে স্থানীয় এক হোটেলে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে দুই অধিনায়কই ছিলেন হাস্যোজ্জ্বল। সালমান আগা বলেছেন, ঘরের মাঠে বাংলাদেশ সব সময়েই ভয়ঙ্কর, তবে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে তৈরি তার দল। আর টাইগার অধিনায়ক লিটন তো আগেই আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন। মিরপুরে আজ খেলা শুরু সন্ধ্যা ছয়টায়।
আন্তর্জাতিক এফটিপির বাইরে তিন ম্যাচের টি২০ সিরিজের সব ম্যাচই হবে হোম অব ক্রিকেট মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। পরের দুই ম্যাচ আগামী মঙ্গল ও বৃহস্পতিবার। ১-০ ব্যবধানে টেস্ট ও ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পরও প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজ জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করে দেশে ফেরার বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হতে পারে মিরপুরের উইকেটে! কারণ সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান হয়ে শ্রীলঙ্কা- বেশ কিছুদিন ধরে ধারাবাহিক বিদেশে খেলে আসছে লিটনের দল।
বিদেশের কন্ডিশনে টানা প্রায় এক মাস খেলার কারণে ব্যাটারদের কয়েকজনকে হয়ত একটি নির্দিষ্ট ছন্দে দেখা গেছে। কিন্তু দেশে অনুশীলনের সময় পুরোপুরি সহায়ক উইকেট মেলে না তাদের। মিরপুরে বাংলাদেশ সর্বশেষ খেলেছিল প্রায় নয় মাস আগে। এখানে শেষ ম্যাচটি ছিল ২০২৪ সালের অক্টোবরে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওই টেস্টে হারতে হয়েছিল ৭ উইকেটে। মিরপুরের উইকেট নিয়ে খোদ বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিমও উদ্বেগ প্রকাশ করেছেন,‘মিরপুরের উইকেট পাকিস্তান সিরিজে কেমন আচরণ করবে তা আমি জানি না। ঢাকায় অনেক বৃষ্টি হচ্ছে, তাই উইকেট ব্যাটিংয়ের জন্য কঠিন হতে পারে।
ব্যাটাররা ব্যর্থ হতে পারে, তবে আমরা হতাশ হব না। আমরা আমাদের শতভাগ দিয়ে যাওয়ার চেষ্টা করব। শ্রীলঙ্কায় পাওয়া ছন্দ ধরে রাখতে হবে।’ প্রতিপক্ষ পাকিস্তানকে নিয়ে অধিনায়ক লিটন বলেন,‘মিরপুরে পাকিস্তানকে হারানো সহজ হবে না। ওদের বোলিং আক্রমণে বৈচিত্র?্য আছে। বিপিএলে তাদের অনেকে খেলে। তাই তারা এখানকার কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা রাখে। তবে আমরা যদি বুদ্ধিমত্তার সঙ্গে খেলি, তাহলে ম্যাচ জেতা সম্ভব।’
কম বাউন্সের উইকেট উপমহাদেশের দলগুলোর জন্য ততটা সমস্যা সৃষ্টি করে না, যতটা করে এই অঞ্চলের বাইরের দলগুলোর জন্য। তবে সামনে যেসব গুরুত্বপূর্ণ ইভেন্ট আসছে, তা মাথায় রেখে বাংলাদেশের ব্যাটারদের আত্মবিশ্বাস এমন একটি পর্যায়ে নিয়ে যেতে হবে, যেন তারা চাপের মুখেও একটি ইউনিট হিসেবে কার্যকর থাকতে পারে। কিন্তু ঘরের মাঠে যে ধরনের উইকেটে খেলা হয়, সেগুলো হয়ত সেসব দক্ষতায় শান দেওয়ার জন্য আদর্শ নাও হতে পারে। কন্ডিশন নিয়ে কথা বলেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগাও,‘বাংলাদেশ যে কোনো মাঠে, যে কোনো দেশে খুবই ভালো একটি দল। আর নিজেদের মাঠে তো তারা আরও বেশি শক্তিশালী।
সালমান আরও জানান, দলের লক্ষ্য ব্যাটিংয়ে প্রতিপক্ষের তুলনায় ১০-১৫ রান বেশি করা এবং বোলিংয়ে প্রতিপক্ষকে অল্প রানে আটকে রাখা। তাদের দলে আছে দুজন নতুন মুখ, যাদের এখনো আন্তর্জাতিক টি২০ তে অভিষেক হয়নি,‘দুজন অনভিষিক্ত ক্রিকেটার স্কোয়াডে আছে, দুজনেই পেসার। তারা খুবই রোমাঞ্চকর। তাদের স্কোয়াডে দেখে আমি খুশি। আগ্রহ নিয়ে অপেক্ষা করছি তাদের পারফরম্যান্স দেখার জন্য।’ বলেন সালমান।
প্যানেল হু