ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

মাহমুদুল্লাহ-মিরাজের নৈপুণ্যে লড়াকু পুঁজি বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার 

প্রকাশিত: ২০:০৫, ১১ নভেম্বর ২০২৪; আপডেট: ২০:০৬, ১১ নভেম্বর ২০২৪

মাহমুদুল্লাহ-মিরাজের নৈপুণ্যে লড়াকু পুঁজি বাংলাদেশের

মাহমুদুল্লাহ ৯৮ ও মিরাজ ৬৬ রানের ইনিংস খেলে বাংলাদেশকে ভালো সংগ্রহ এনে দিয়েছেন

সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৪ রান তুলেছে বাংলাদেশ।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী এই ম্যাচে মেহেদি হাসান মিরাজ ক্যারিয়ারের শততম ওয়ানডেতে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেই ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া ২ রানের জন্য সেঞ্চুরি মিস করেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৯৮ রানে ইনিংসের শেষ বলে রানআউট হন তিনি। 

ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছিটকে গেছেন। তাই ক্যারিয়ারের ১০০তম ম্যাচে অধিনায়ক হিসেবে টস করেছেন মেহেদি হাসান মিরাজ। দেশের ১৩তম ক্রিকেটার হিসেবে শততম ওয়ানডে খেলতে নামেন তিনি। ওয়ানডেতে দেশের ১৭তম অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেন মিরাজ।

টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দুটি পরিবর্তন নিয়ে। শান্তর পরিবর্তে ১৪ মাস পর ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামেন জাকির হাসান। এছাড়া তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে অভিষেক ক্যাপ দেওয়া হয় ফাস্ট বোলার নাহিদ রানাকে। দেশের ১৫০তম ওয়ানডে খেলোয়াড় তিনি।

শুরুটা দেখেশুনে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার ভালোই করেছেন। তারা ৫৩ রানের উদ্বোধনী জুটি গড়েন। ব্যক্তিগত ০ ও ৭ রানে দুইবার সহজ ক্যাচ দিয়ে বেঁচে যান তানজিদ। এরপরও বেশিদূর যেতে পারেননি তিনি। ২৯ বলে ৩ চারে ১৯ রানেই বিদায় নেন। 

যদিও তানজিদের আগেই নবম ওভারে সাজঘরে ফেরেন সৌম্য। তিনি ২৩ বলে ৩ চারে ২৪ রান করে আজমতউল্লাহ ওমরজাইয়ের পেসে বোল্ড হন। একাদশ ওভারে জাকির হাসান (৪) রানআউট হলে বিপাকেই পড়ে বাংলাদেশ। অথচ কিছুক্ষণ পর টানা ব্যর্থ তাওহিদ হৃদয় ৭ রানেই বিদায় নেন রশিদ খানের লেগস্পিনে।

মাত্র ৭২ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যস্ত হয় বাংলাদেশ দল। ওই সময় হাল ধরেন মেহেদি হাসান মিরাজ ও মাহমুদুল্লাহ রিয়াদ। পঞ্চম উইকেটে তারা ১৪৫ রানের দারুন জুটি গড়ে বাংলাদেশকে লড়াকু পুঁজির ভিত গড়ে দেন। অধিনায়ক হিসেবে বাংলাদেশের পক্ষে প্রথম ওয়ানডেতেই অর্ধশতক হাঁকানো পঞ্চম ক্রিকেটার হন মিরাজ। তিনি ১১৯ বলে ৪ চারে ৬৬ রানের দায়িত্বশীল ইনিংস খেলে বিদায় নেন। 

কিন্তু শেষ পর্যন্ত টিকে ছিলেন মাহমুদুল্লাহ। সেঞ্চুরিরও খুব কাছে চলে যান। তবে সুযোগ থাকলেও সেটি পারেননি। ৯৮ বলে ৭ চার, ৩ ছক্কায় ৯৮ রান করে ইনিংসের শেষ বলে রানআউট হয়ে যান তিনি। বাংলাদেশের পক্ষে ৯০ এর ঘরে গিয়ে সেঞ্চুরি ছুঁতে না পারার এটি ২৮তম ঘটনা। তবে ৪টি সেঞ্চুরির মালিক মাহমুদুল্লাহর ক্ষেত্রে এমনটা হয়েছে এই প্রথম। 

নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৪ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। ওমরজাই ৭ ওভারে ৩৭ রানে নেন ৪ উইকেট।

মামুন/শহিদ

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে