ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

প্যালেসকে হারিয়ে লিভারপুলের ইতিহাস

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:০৬, ৬ অক্টোবর ২০২৪

প্যালেসকে হারিয়ে লিভারপুলের ইতিহাস

ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের পর মোহাম্মদ সালাহর (ডানে) সঙ্গে আনন্দ ভাগাভাগি দিয়াগো জোতার

ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমে লিভারপুলের দাপট অব্যাহত। শনিবার আর্নে স্লটের দল ১-০ গোলে পরাজয়ের স্বাদ উপহার দিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। প্রিমিয়ার লিগের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো প্রথম চার অ্যাওয়ে ম্যাচে জয়ের নজির গড়েছে লিভারপুল। শুধু তাই নয়? ২০২৪-২৫ মৌসুমের প্রথম ৭ ম্যাচের ৬টিতেই জিতে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানটিও ধরে রেখেছে ভার্জিল-সালাহরা। যেখানে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। যদিওবা লিভারপুলের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে পেপ গার্দিওলার দল।
জার্গেন ক্লপের উত্তরসূরি হিসেবে চলতি মৌসুমে লিভারপুলের কোচ হিসেবে দায়িত্ব নেন আর্নে স্লট। তবে নতুন কোচের অধীনে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে অলরেডরা। শনিবার ক্রিস্টাল প্যালেসের মাঠেও তার ব্যতিক্রম হয়নি। প্রতিপক্ষের মাঠে এদিন ম্যাচ শুরুর ৯ মিনিটেই প্রথম এগিয়ে যায় লিভারপুল। ডাচ তারকা কোডি গ্যাকপোর অ্যাসিস্ট থেকে গোল করে সফরকারীদের এগিয়ে দেন ডিয়োগো জোতা। এরপর অবশ্য আর কোনো গোল করতে পারেনি কেউ। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

তবে অলরেডদের ভক্ত-অনুরাগীদের জন্য দুঃসংবাদ যে এদিন ইনজুরির কবলে পড়ে মাঠ ছাড়তে হয় অ্যালিসন বেকারকে। ইংলিশ প্রিমিয়ার লিগে আজও মাঠে নামছে তিন জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি এবং টটেনহ্যাম হটস্পার। সর্বোচ্চ শিরোপাজয়ী ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দিবে ইনফর্ম অ্যাস্টন ভিলা।

অন্যদিকে নিজেদের মাঠ স্ট্যামফোর্ডব্রিজে চেলসি স্বাগত জানাবে নটিংহ্যাম ফরেস্টকে। এ ছাড়া আরেক ম্যাচে টটেনহ্যাম হটস্পার ব্রাইটন সফর করবে। চেলসি আর অ্যাস্টন ভিলা প্রথম ৬ ম্যাচ থেকে ৪টি করে জিতে সমান ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের যথাক্রমে চার এবং পাঁচে অবস্থান করছে। আটে আছে টটেনহ্যাম। তবে বাজে সময় পার করা ম্যানইউ ২ জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩ নম্বরে রয়েছে।

×