ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

বর্ণাঢ্য সমাপনীতে শেষ প্যারিস অলিম্পিক

মেয়েদের ম্যারাথনে সিফান হাসানের সোনা

জিএম মোস্তফা

প্রকাশিত: ২৩:২৪, ১১ আগস্ট ২০২৪

মেয়েদের ম্যারাথনে সিফান হাসানের সোনা

প্যারিস অলিম্পিকের শেষ দিনে রেকর্ড গড়ে মেয়েদের ম্যারাথনে সোনা জিতেছেন নেদারল্যান্ডসের সিফান হাসান

সাম্যের বার্তা দিয়ে দারুণ জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে গোটা বিশ্বকেই তাক লাগিয়ে দিয়েছিল প্যারিস অলিম্পিকবড় রকমের সমালোচনা কিংবা প্রশ্ন ছাড়াই রবিবার ভাঙল গ্রেটেস্ট শো অন দ্য আর্থখ্যাত ২০২৪ অলিম্পিকের মিলনমেলাউদ্বোধনের মতো বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেও এদিন রীতিমতো চমকে দেয় শত বছর পর স্বপ্নের অলিম্পিকের আয়োজক দেশ ফ্রান্সবাংলাদেশ সময় রবিবার সমাপনী রাতে অলিম্পিক পতাকা তুলে দেওয়া হয় পরবর্তী আয়োজক লস অ্যাঞ্জেলেসকে

রবিবার অলিম্পিকের শেষ দিনে ভক্ত-অনুরাগীদের আলাদা নজর ছিল মেয়েদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতায়ক্রীড়ার মহাযজ্ঞের এই ইভেন্টে সোনা জিতেছেন নেদারল্যান্ডসের সিফান হাসানইথিওপিয়ার বংশোদ্ভূত এই দৌড়বিদ ৪২.১৯৫ কিলোমিটারের দৌড় শেষ করেছেন ২ ঘণ্টা ২২ মিনিট ৫৫ সেকেন্ডে, যা অলিম্পিকের  ইতিহাসে নতুন রেকর্ডসিফানের চেয়ে ৩ সেকেন্ড  দেরিতে পৌঁছে এই ইভেন্টে রুপা জিতেছেন ইথিওপিয়ার তিগস্ট আসিফাঅন্যদিকে, ২:২৩:১০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জপদক জিতেছেন কেনিয়ার হেলেন ওবিরির

ম্যারাথনে স্বর্ণ জিতে প্যারিস অলিম্পিকে দূরপাল্লার দৌড় প্রতিযোগিতায় ট্রেবল পদক জয়ের অবিস্মরণীয় কীর্তিও গড়লেন সিফান হাসানএর আগে যে ৫,০০০ এবং ১০,০০০ হাজার মিটারে ব্রোঞ্জপদক জিতেন ৫ ফিট ৭ ইঞ্চি উচ্চতার এই দৌড়বিদএর আগে টোকিও অলিম্পিকেও তিনটি পদক জিতেছিলেন তিনিযার মধ্যে ছিল দুটি স্বর্ণতিন বছর আগে ১৫০০ মিটারে ব্রোঞ্জজয়ী সিফান ৫০০০ এবং ১০০০০ হাজার মিটারে জিতেছিলেন সোনার পদকপ্যারিস অলিম্পিকের শেষ দিনে ম্যারাথনে সোনার পদক জিতে বাকরুদ্ধ হাসানতিনি বলেন, ‘এই পদক জয়ের কোনো ভাষা নেই আমার’ 

অতীতের ধারাবাহিকতায় এবারের অলিম্পিক পদক তালিকাতেও দেখা গেল চীন-যুক্তরাষ্ট্রের লড়াইঅলিম্পিকের ৩৩তম সংস্করণের শুরু থেকেই দাপট দেখায় এশিয়ার পরাশক্তি চীনরবিবার যমজ বোনের হাত ধরে আসরের ৪০তম সোনার পদকটি জেতে চীনসমলয় সাঁতারের ডুয়েট ফ্রি ইভেন্টে চীনকে প্রথমবারের মতো সোনা এনে দেন যমজ দুই বোন ওয়াং লিউয়ি ও ওয়াং কিয়ানয়ি২৭ বছর বয়সী দুই বোন মিলে টেকনিক্যাল রুরটিনে তোলেন ২৭৬.৭৮৬৭ পয়েন্ট এবং ডুয়েট ফ্রিতে তুলেছেন ২৮৯.৬৯১৬ পয়েন্টমোট ৫৬৬.৪৭৮৩ পয়েন্ট তুলে এ জুটিই ছিল বাকিদের চেয়ে এগিয়ে৫৫৮.৫৩৬৭ পয়েন্ট তুলে এই ইভেন্টে রুপা জেতে গ্রেট ব্রিটেনআর নেদারল্যান্ডসকে  ব্রোঞ্জ উপহার দেন ব্রেকিয়া ডি ব্রুভার ও নরকিয়া ডি ব্রুভারএ দুজনও সম্পর্কে যমজ বোনএর ফলে ৪০ সোনার পাশাপাশি ২৭ রুপা, ২৪ ব্রোঞ্জসহ মোট ৯১ পদক নিয়ে প্যারিস অলিম্পিকের পদক তালিকার শীর্ষস্থানটি দখল করে চীন

সোনা জয়ে শেষ দুইদিন দাপট দেখিয়েছে আমেরিকার অ্যাথলেটরাওশনিবার ব্রাজিলের মেয়েদের হারিয়ে ফুটবলে পঞ্চমবারের মতো সোনা জেতে মার্কিন যুক্তরাষ্ট্রএছাড়াও এদিন ১০০ মিটার হার্ডলস, ৪ গুণিতক ৪০০ মিটার ছেলে এবং মেয়ে উভয় ইভেন্টেই সোনা জেতে আমেরিকারবিবার শেষ দিনে সাইক্লিংয়ের শেষ সোনাটাও জেতে যুক্তরাষ্ট্রমেয়েদের অমনিয়াম, পয়েন্টস রেসে দেশকে সোনা উপহার দেন জেনিফার ভ্যালেন্তে১৪৪ পয়েন্ট পেয়েছেন তিনিযেখানে ১৩১ পয়েন্ট পেয়ে রুপা জিতেছেন পোল্যান্ডের দারিয়া পিকুলিকএবারের অলিম্পিকে যুক্তরাষ্ট্রের এটি ৩৯তম সোনার পদক।  এছাড়া, ৪৪ রুপা, ৪২ ব্রোঞ্জসহ মোট ১২৫ পদক নিয়ে তালিকার দুইয়ে অবস্থান করছে যুক্তরাষ্ট্র

×