
জিমন্যাস্টিকসে মেয়েদের দলগত আর্টিস্টিক অল অ্যারাউন্ড ইভেন্টে মোহনীয় ভঙ্গিমায় পারফর্ম করছেন যুক্তরাষ্ট্রের সিমোন বিলেস
টোকিও অলিম্পিকে খুব খারাপ সময় গেছে সিমোন বিলেসের। ২০১৬ সালে রিও ডি জেনিরোয় ঝলক দেখিয়ে ৪টি ব্যক্তিগত ইভেন্টের স্বর্ণ জেতেন। কিন্তু টোকিওতে ব্যক্তিগত একটি ইভেন্টে ব্রোঞ্জ ও দলগত ইভেন্টে রৌপ্য জয়ই ছিল তার সাফল্য। এবার নিজেকে ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন শুরুতেই দলগত ইভেন্টে স্বর্ণ জিতে। জেড ক্যারি, জর্ডান চিলেস, সুনিসা লি ও হেজলি রিভেরাকে নিয়ে গড়া যুক্তরাষ্ট্রের দল সর্বমোট ১৭১.২৯৬ পয়েন্ট নিয়ে সেরা হয়েছে আর্টিস্টিক টিম অল অ্যারাউন্ড ইভেন্টে। ২৭ বছর বয়সে এসে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বাধিক ৮টি অলিম্পিক পদক জেতার রেকর্ড গড়েছেন তিনি এর মাধ্যমে। শ্যানন মিলার ১৯৯২ ও ১৯৯৬ সালের দুই অলিম্পিকে মোট ৭টি পদক জিতেছিলেন।
মঙ্গলবার প্যারিসে বিলেসের সার্বিক পারফর্ম্যান্সই যুক্তরাষ্ট্রেকে সোনা জিতিয়েছে। ভল্ট ও ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে তিনিই ছিলেন দলের সেরা পারাফর্মার। ইতালির মেয়েরা ১৬৫.৪৯৪ পয়েন্ট নিয়ে রৌপ্য ও ব্রাজিলের মেয়েরা ১৬৪.৪৯৭ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জয় করে। আজ ব্যক্তিগত আর্টিস্টিট অল অ্যারাউন্ট ইভেন্টের ফাইনাল। ব্যক্তিগত ইভেন্টেও স্বর্ণ জিততে উজ্জীবিত ও অনুপ্রাণিত হয়েই নামবেন বিলেস।
মঙ্গলবার মেয়েদের দলগত আর্টিস্টিক অল অ্যারাউন্ড ইভেন্টের ফাইনালে সবার নজর ছিল বিলেসের দিকে। ৮ বছর আগে রিও ডি জেনিরোর উজ্জ্বলতম নক্ষত্র কি আবার নিজেকে ফিরে পাবেন? ৪ বছর আগে যেভাবে নিভে গিয়েছিলেন, সেখান থেকে আবার দপ করে জ¦লে উঠবেন তিনি সেই প্রত্যাশা ছিল যুক্তরাষ্ট্রের। কারণ দলগত সাফল্য কিংবা ব্যক্তিগত- সবই এখন পর্যন্ত বিলেস নির্ভর। সেই নির্ভরতার যথার্থ প্রতিদান দিয়েছেন শুরুতেই যখন ভল্ট ইভেন্টে। বিলেস স্কোর করেন নিজ দলের সেরা ১৪.৯০০।
যদিও ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে ১৫.১০০ স্কোর করে সেরা পারফর্মার হন কিন্তু বাকি দুজনের ব্যর্থতায় দলগতভাগে ৪২.৩৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকে তারা। ৪৪.১০০ পয়েন্ট নিয়ে সেরা হয় যুক্তরাষ্ট্র। আনইভেন বারস ইভেন্টেও বিলেস ১৪.৪০০ স্কোর করেন, ব্রিটেনের বেকি ডাউনি সর্বোচ্চ ১৪.৯৩৩ স্কোর করেন। কিন্তু সার্বিকভাবে এই ইভেন্টেও ৪৩.৩৩২ স্কোর নিয়ে সেরা যুক্তরাষ্ট্র। তাদের আর ঠেকাতে পারেনি কেউ। ব্যালান্স বিমে বিলেস ১৪.৩৬৬ এবং দলের স্কোর সবার সেরা ৪১.৬৯৯ এবং ফ্লোর এক্সারসাইজে অন্য সব প্রতিযোগীর চেয়ে বিলেসের সেরা ১৪.৬৬৬ স্কোরের কারণে যুক্তরাষ্ট্র শীর্ষে থাকে ৪২.১৬৫ স্কোর নিয়ে। এভাবেই বিলেসের নৈপুণ্যে স্বর্ণ জয় করে নেয় যুক্তরাষ্ট্র। হেজলির পারফর্ম করার প্রয়োজন হয়নি।
ব্যক্তিগত অল অ্যারাউন্ড ইভেন্টের দিকে আজ সবার নজর থাকবে। ফাইনালে বিলেস কি জিততে পারবেন? ২০১৬ সালে রিও ডি জেনিরোয় ব্যক্তিগত ৪টি ইভেন্টে অংশ নিয়ে সবই স্বর্ণ জিতেছিলেন ১৯ বছরের বিলেস। হট ফেভারিট হিসেবে টোকিও অলিম্পিকে দলগত ইভেন্টে রৌপ্য জিতে শুরু করলেও ব্যক্তিগত ইভেন্টে ব্যর্থ হন এবং এরপর মানসিক অস্থিরতার জন্য কয়েকটি ইভেন্ট থেকে সরে যান। এবার শুরুটা দারুণ হওয়াতে রিও’র পুনরাবৃত্তি তার কাছ থেকে চাইছে যুক্তরাষ্ট্র।
শনিবার ভল্ট, সোমবার একই দিনে ব্যালান্স বিম ও ফ্লোর এক্সারসাইজের ফাইনাল। এর মধ্যে ভল্ট ও ফ্লোর ইভেন্টে অন্যতম ফেভারিট বিলেস। আনইভেন বারস ইভেন্টে কখনোই সেরা নৈপুণ্য দেখাতে পারেননি তিনি এবং সে কারণে এবার ফাইনালেও উঠতে পারেননি। রেকর্ড তো গড়েই ফেলেছেন দেশের হয়ে, এবার সেটিকে আরও ওপরে নেওয়ার সুযোগ বিলেসের।