ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ-১৭ ফুটবল শুরু

প্রকাশিত: ২০:১১, ২২ ডিসেম্বর ২০২২

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ-১৭ ফুটবল শুরু

উদ্বোধন

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের নামে ফের শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্ট। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার এই টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মুহম্মদ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

উদ্বোধনী খেলায় সিলেট বিভাগ ৫-৪ গোলে হারায় ময়মনসিংহ বিভাগকে। কোয়ার্টার ফাইনালের বাকি ম্যাচ এবং সেমিফাইনালের খেলা অনুষ্ঠিত হবে মোহাম্মদপুর সরকারী শারীরিক শিক্ষা কলেজ মাঠে। 

এবারের আসরে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে এক লাখ দশ হাজার ২৬৪ খেলোয়াড় অংশ নিয়েছে। যেখান থেকে জাতীয় পর্যায়ে অংশ নিচ্ছে ১৪৪ বালক এবং সমসংখ্যক বালিকা।
 

রুমেল খান

সম্পর্কিত বিষয়:

×