ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইনজুরিতে বিশ্বকাপ শেষ হার্নান্দেজের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪১, ২৪ নভেম্বর ২০২২

ইনজুরিতে বিশ্বকাপ শেষ হার্নান্দেজের

হার্নান্দেজ

কাতার বিশ্বকাপ শুরুর আগেই একাধিক তারকা ফুটবলারকে হারায় ফ্রান্স। ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়নদের দুর্ভাগ্যের সেই ধারা বজায় থাকল মাঠে নামার পরও। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয়ে মিশন শুরুর ম্যাচে পাওয়া হাঁটুর চোটে ছিটকে গেলেন লুকাস হার্নান্দেজ। ক্রিস্টোফার এনকুকু, এনগোলো কন্তে ও পল পগবা আগেই ছিটকে যান। শেষ মুহূর্তে তাদের সঙ্গী হন ইনফর্ম করিম বেনজেমা। এবার একই পথে হার্নান্দেজ।

এ নিয়ে ফ্রান্সের এমন সাত ফুটবলার চোটের কারণে ছিটকে গেলেন যারা শুরুর একাদশে জায়গা পাওয়ার যোগ্যতা রাখেন। ডান হাঁটুর ভেতরে লিগামেন্ট ছিঁড়ে গেছে হার্নান্দেজের। যে কারণে শুধু বিশ্বকাপই নয়, চলতি মৌসুমের বাকি সময়টাতেও খেলতে পারবেন কি না, সন্দেহ। ফ্রান্স ফুটবল ফেডারেশন থেকে এমন সংবাদ জানানো হয়েছে। তবে তার পরিবর্তে কাউকে নেয়া হচ্ছে কিনা সেটি জানানো হয়নি। বেনজেমার স্থলেও কাউকে নেয়া হয়নি।

বুন্দেসলিগায় বায়ার্নের হয়ে খেলা হার্নান্দেজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ফ্রান্সের শুরুর একাদশে ছিলেন। মাঠে নেমে  খেলেছিলেন কিছুক্ষণ। ৯ম মিনিটে অস্ট্রেলিয়া প্রথম যে গোলটি করে, ম্যাথিউ লেকির ক্রসে ক্রেইগ গুডউইনের পা থেকে- তখনই লেকিকে ট্যাকল করতে গিয়ে আঘাত পান হার্নান্দেজ। বেশ কিছুক্ষণ তাকে হাঁটু ধরে মাঠে পড়ে থাকতে দেখা যায়।

×