ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সার্টিফিকেট পেলেন ২৬ রাগবি প্রশিক্ষণার্থী

প্রকাশিত: ১৯:৪২, ১৪ নভেম্বর ২০২২

সার্টিফিকেট পেলেন ২৬ রাগবি প্রশিক্ষণার্থী

সার্টিফিকেট পেলেন ২৬ রাগবি প্রশিক্ষণার্থী

বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী রাগবি রেফারিজ ও কোচ প্রশিক্ষণ কোর্স হবিগঞ্জ জেলায় অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে জেলার বিভিন্ন স্কুলের ক্রীড়াশিক্ষকসহ ২৬ প্রশিক্ষণার্থীদের নিয়ে কোর্সটি শুরু হয়েছিলো। প্রশিক্ষণ শেষে ২৬ প্রশিক্ষণার্থীদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

কোর্সটিতে প্রধান অতিথি হিসেবে সমাপনী ঘোষণা করেন হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল আলম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মঈন উদ্দিন তালুকদার সাচ্চু। সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার রাগবি উপ-কমিটির কোষাধ্যক্ষ ও সদস্য সচিব হুমায়ুন কবির চৌধুরী সাহেদ। 

বক্তব্য রাখেন-আলী ইদ্রিস উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ লিটন মিয়া, শায়েস্তাগঞ্জ ইসলামিয়া একাডেমির সহকারী শিক্ষক আমিনুল ইসলাম। 
খেলোয়াড়দের পক্ষে বক্তব্য রাখেন- জুঁই আক্তার, তাহমিনা আক্তার রুম্পা, জাহিদুল ইসলাম এবং মোজাম্মেল হোসেন জুমন।
কোর্সটি পরিচালনা করেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের রাগবি ডেভেলপমেন্ট ম্যানেজার এসএইচ আদ্রা। কোর্সটির কোর্স কো-অর্ডিনেটর ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ।
 

রুমেল খান

×