ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়ার্ল্ড রাগবির এডুকেটর বাংলাদেশের শোভন

প্রকাশিত: ২১:৫৭, ১ নভেম্বর ২০২২

ওয়ার্ল্ড রাগবির এডুকেটর বাংলাদেশের শোভন

নাজমুস সাকিব শোভন

ওয়ার্ল্ড রাগবি থেকে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ার্ল্ড রাগবি এডুকেটরের সনদপ্রাপ্ত হয়েছেন বাংলাদশে রাগবির প্রধান কার্যনির্বাহী নাজমুস সাকিব শোভন। 
পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রাগবির এডুকেটর কোর্সে শোভন অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে কোর্সটি সম্পন্ন করে সনদপ্রাপ্ত হন।

২০২০ সালে এই কোর্সটি  উজবকেস্তিান হওয়ার কথা ছিল। তবে করোনার প্রাদুর্ভাবের জন্য এই কোর্সটি ওয়ার্ল্ড রাগবি তখন স্থগিত করেছিল।

শোভন এখন ওয়ার্ল্ড রাগবির আর্ন্তজাতকি কোচিং কোর্স বাংলাদেশে করাতে পারবেন ও বাংলাদেশে মানসম্মত কোচ তৈরিতে তা গুরুত্বর্পূণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
এছাড়া তার এই সনদ অর্জনে বাংলাদেশ রাগবি নেপাল রাগবি থেকে এক ধাপ এগিয়ে গেল।
উল্লেখ্য, এর আগে ২০২০ সালে প্রথম বাংলাদেশি হিসেবে এডুকেটর সনদ অর্জন করেন এশিয়া রাগবির দক্ষিণ এশিয়া উন্নয়ন পর্যবেক্ষক মাহফিজুল ইসলাম কাঞ্চন।  
 


 

রুমেল

×