ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলে রাগবি রেফারিজ ও প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স 

প্রকাশিত: ২১:৪০, ৩১ অক্টোবর ২০২২

টাঙ্গাইলে রাগবি রেফারিজ ও প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স 

২৬তম রাগবি রেফারিজ ও কোচ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী ২৬তম রাগবি রেফারিজ ও কোচ প্রশিক্ষণ কোর্স টাঙ্গাইল জেলায় অনুষ্ঠিত হয়েছে। জেলা স্টেডিয়ামের কনফারেন্স কক্ষে টাঙ্গাইল জেলার বিভিন্ন স্কুলের ক্রীড়াশিক্ষকসহ ২২ প্রশিক্ষণার্থীদের নিয়ে কোর্সটি শুরু হয়েছিল। এই কোর্সটি গত ৩০ অক্টোবর পর্যন্ত পরিচালিত হয়েছে এবং প্রশিক্ষণ শেষে সব প্রশিক্ষণার্থীদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। 

কোর্সটির সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন (সদস্য, জেলা ক্রীড়া সংস্থা, টাঙ্গাইল)। প্রধান অতিথি হিসেবে ছিলেন মাতিনুজ্জামান খান সুখন (যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, টাঙ্গাইল)। বিশেষ অতিথি ছিলেন আল আমিন  সবুজ (জেলা ক্রীড়া অফিসার, টাঙ্গাইল)। এছাড়াও উপস্থিত ছিলেন আনিসুর রহমান (সদস্য, জেলা ক্রীড়া সংস্থা, টাঙ্গাইল) এবং খন্দকার নুরুন্নাহার (সাধারণ সম্পাদক, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, টাঙ্গাইল)। সমন্বয়ক হিসেবে ছিলেন রাজীব খান।
কোর্সটির প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের কোচ রেদওয়ানুল খায়ের রাহাত (ডেভেলপমেন্ট ম্যানেজার, বাংলাদেশ রাগবি ফেডারেশন)। কোর্সটির কোর্স কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ। 
 

রুমেল

×