ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে রাগবি রেফারিজ ও প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স 

প্রকাশিত: ২১:১৩, ২৯ অক্টোবর ২০২২

টাঙ্গাইলে রাগবি রেফারিজ ও প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স 

টাঙ্গাইলে রাগবি রেফারিজ ও প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স 

বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলায় জেলায় রাগবি রেফারিজ ও কোচ প্রশিক্ষণ কোর্স টাঙ্গাইল জেলার ২০টি স্কুলের ক্রীড়াশিক্ষকসহ ২২ প্রশিক্ষণার্থীদের নিয়ে টাঙ্গাইল জেলার স্টেডিয়ামের কনফারেন্স কক্ষে শুরু হয়েছে। 

তিন দিনব্যাপী কোর্সটি কাল রবিবার শেষ হবে এবং প্রশিক্ষণ শেষে সব প্রশিক্ক্ষণার্থীদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে।

কোর্সটি উদ্বোধন করেন আনিসুর রহমান আলো (সদস্য, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা)। বিশেষ অতিথি ছিলেন শাহ আজিজ তালুকদার বাপ্পি (সদস্য, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা)। আরও ছিলেন ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন (সদস্য, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা)। সমন্বয়ক ছিলেন রাজীব খান। কোর্সটির প্রশিক্ষক রেদওয়ানুল খায়ের রাহাত (ডেভেলপমেন্ট ম্যানেজার, রাগবি ফেডারেশন)। কোর্সটির কোর্স কো-অর্ডিনেটর ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ।
 

রুমেল

×