ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাগবি রেফারিজ ও প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স 

প্রকাশিত: ২০:১২, ২৭ অক্টোবর ২০২২

রাগবি রেফারিজ ও প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স 

রেফারিজ ও প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কাল শুক্রবার থেকে ৩ দিনব্যাপী জেলায় জেলায় রাগবি রেফারিজ ও কোচ প্রশিক্ষণ কোর্স-জামালপুর জেলার ২০টি স্কুলের ক্রীড়া শিক্ষকসহ ২৬ প্রশিক্ষণার্থীদের নিয়ে বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের কনফারেন্স রুমে শুরু হয়েছে। 

এই কোর্সটি আগামী ৫ আগস্ট পর্যন্ত পরিচালিত হবে এবং প্রশিক্ষণ শেষে সব প্রশিক্ষণার্থীদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে।
কোর্সটি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন। বিশেষ অতিথি ছিলেন জামালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সানোয়ার হোসেন। জেলা ক্রীড়া সংস্থার সদস্য সফিকুল ইসলাম সভাপতিত্ব করেন।

কোর্সটির প্রশিক্ষক ছিলেন রাগবি ফেডারেশনের সিইও এবং ওয়ার্ল্ড রাগবি এডুকেটর নাজমুস সাকিব। কোর্সটির কোর্স কো-অর্ডিনেটর ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ।
 

রুমেল খান

×